Smriti Mandhana: এমন কীর্তি গড়লেন স্মৃতি, যা পুরুষ ক্রিকেটারদেরও নেই
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ৬৪ বলে ঝোড়ো ৮০ রান করলেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটার স্মৃতি মান্ধানা। একটি বিরল রেকর্ড এখন তাঁর ঝুলিতে। ভারত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্মৃতিই বিশ্বের একমাত্র ক্রিকেটার, রান তাড়া করতে নেমে টানা ১০টি হাফসেঞ্চুরি রয়েছে যাঁর। এই রেকর্ড মহিলা ক্রিকেটে তো নয়ই, এমনকী পুরুষদের ক্রিকেটেও কারও নেই।
প্রথমে ব্যাট করে ৪১ ওভারে মাত্র ১৫৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। চার উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে সেরা বাংলার ঝুলন গোস্বামী।
শুরুতেই জেমাইমা রডরিগেজকে হারাতে হলেও মাত্র ২৮.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
পুণম রাউত ৬২ রানে অপরাজিত ছিলেন।
ম্যাচের সেরা হয়েছেন ঝুলন। পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ আপাতত ১-১ অবস্থায়। ছবি: বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -