Ganguly Covid19 Initiative: সৌরভের উদ্যোগে করোনার ভ্যাকসিন নিলেন ১৯০ জন
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফাউন্ডেশনের উদ্য়োগে রবিবার বেহালায় করোনার ভ্যাকসিন দেওয়া হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুঃস্থদের পাশাপাশি যাঁরা আগে ভ্যাকসিন নিতে পারেননি, এমন অনেকেই হাজির ছিলেন শিবিরে।
ভ্যাকসিনেশনের জন্য অ্যাপোলো হাসপাতালের সঙ্গে চুক্তি করেছিল সৌরভের ফাউন্ডেশন।
রবিবার মোট ১৯০ জনের ভ্যাকসিনেশন হয়েছে সৌরভের উদ্যোগে।
৬৫ জন দুঃস্থকে নিখরচায় করোনার টিকা দেওয়ার হয়েছে রবিবার।
দুপুর সাড়ে ১২টা নাগাদ সৌরভ নিজে গিয়ে করোনার টিকাকরণ কর্মসূচির তত্ত্বাবধান করেন।
সৌরভ বলেন, 'বর্তমান করোনা পরিস্থিতিতে টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনকে অক্সিজেন কনসেনট্রেটর দান করছেন সৌরভ।
বোর্ডের ব্যস্ততাও রয়েছে সৌরভের। রবিবার সন্ধ্যাতেই তিনি মুম্বই উড়ে গেলেন বোর্ডের বৈঠকে যোগ দিতে।
করোনার টিকাকরণ শিবিরে ছিলেন সৌরভের দাদা তথা বাংলার প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। ছবি ও তথ্য: সন্দীপ সরকার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -