Team India Quarantine: ইংল্যান্ড সফরের আগে মুম্বইয়ে শুরু হল ঋষভ-সিরাজ-অশ্বিনদের কোয়ারেন্টিন
মুম্বইয়ের পথে সিরাজ-পন্থ-গিলরা
1/5
ইংল্যান্ডে লম্বা সফরে বেরতে হবে ভারতীয় দলকে। তার আগে ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব কাটাতে মুম্বইয়ে পৌঁছে গেলেন ঋষভ পন্থ-শুভমন গিল সহ- ভারতীয় ক্রিকেট দলের এক ঝাঁক তারকা।
2/5
বিমানের ভেতর পিপিই কিট পরে দেখা গেল মহম্মদ সিরাজকে। সকলেই সব ধরনের সাবধানতা অবলম্বন করছেন।
3/5
পুরুষ ক্রিকেটারদের সঙ্গেই ইংল্যান্ডে যাবেন মিতালি রাজরা। তাঁরাও কোয়ারেন্টিনে ১৪ দিন কাটিয়ে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার লক্ষ্যে মুম্বই পৌঁছলেন।
4/5
ইংল্যান্ডের মাটিতে নিউজ়়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও জো রুটদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন অশ্বিনরা।
5/5
বিরাট কোহলি, রোহিত শর্মা, কোচ রবি শাস্ত্রী-সহ যাঁরা মুম্বইয়ে থাকেন, তাঁরা কয়েকদিন পর যোগ দেবেন শিবিরে। ২ জুন ইংল্যান্ড রওনা হবে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দল। ছবি - বিসিসিআই
Published at : 19 May 2021 10:06 PM (IST)