Cricket Update: ইডেনে সৌরভের উপস্থিতিতে বয়সভিত্তক টুর্নামেন্টে খেতাব জয় টাইগারদের
ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতেই টুর্নামেন্টে জয় বাংলাদেশের। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের খেতাব জয় ক্রিকেটের নন্দনকাননে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনূর্ধ্ব ১৯ ভারতীয় বি দলের বিরুদ্ধে জয় পেয়ে খেতাব জেতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ জাতীয় দল।
ইডেনে বেশ কিছুদিন ধরেই তিন দলীয় একটি টুর্নামেন্ট চলছে। সেখানে অংশ নিয়েছিল অনূর্ধ্ব ১৯ ভারতীয় এ ও বি দল। এছাড়াও অংশ নিয়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব৯ দল।
এদিন ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিই বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিলেন।
ফাইনালে ভারতীয় বি দলকে ১৮১ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল।
সৌরভের সঙ্গে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।
ম্যাচে জয়ের পরই উল্লাসে মেতে ওঠেন বাংলাদেশ অনূর্ধ্ব১৯ জাতীয় দলের ক্রিকেটাররা।
কলকাতায় সম্প্রতি হয়ে গিয়েছে বোর্ডের এজিএম। তার জন্য কলকাতায় ছিলেন দেশের সমস্ত শীর্ষ স্তরের ক্রিকেট কর্তারা।
এজিএমের আগে ইডেনে একটি প্রদর্শনী ম্যাচও খেলেছিলেন সৌরভ। ম্যাচে ৩৫ রানে অপরাজিত ইনিংসও খেলেন সৌরভ।
ব্যাট হাতে চেনা ছন্দে দেখা গিয়েছিল সৌরভকে। ছক্কাও হাঁকান তিনি। ম্যাচে খেলেছিলেন বিসিসিআই সচিব জয় শাহও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -