Virat Kohli Test Reord: অধিনায়ক হিসেবে বিরাটের টেস্ট সিরিজ জয়ের খতিয়ান
টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। গতকালই সন্ধেয় সোশ্যাল মিডিয়ায় নিজের নেতৃত্ব ছাড়ার কথা জানান বিরাট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটেস্ট দলের অধিনায়ক হিসাবে ঈর্ষণীয় পরিসংখ্যান। মোট ৬৮টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। যার মধ্যে ভারত জিতেছে ৪০টি ম্যাচ। ১৭টি ম্যাচে পরাজয় স্বীকার করতে হয়েছে ভারতকে। পাশাপাশি ১১টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।
বিরাটের নেতৃত্বে ভারতীয় দল মোট ১৫টি সিরিজ জিতেছে। যার শুরু হয়েছিল ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ জয় দিয়ে। ৩-০ ব্যবধানে ঘরের মাঠে সিরিজ জিতেছিল বিরাটের দল।
এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ জেতে ভারত। ৪-০ ব্যবধানে সিরিজ জেতে টিম ইন্ডিয়া।
২০১৭ সালে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও জয় হাসিল করে নেয় ভারতীয় দল। ৪ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জেতে তারা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই দেশে গিয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজ জেতে ২-১ ব্যবধানে। এরপর ২০১৭ সালে শ্রীলঙ্কা ভারতে এলে সেই সিরিজও জেতে বিরাট বাহিনী।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০১৬ সালে টেস্ট সিরিজ খেলতে গিয়ে ৪ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় ভারত। ২০১৮ সালে ভারতে খেলতে এসে সিরিজ হারে ক্যারিবিয়ানরা। ২০১৯ সালে ফের দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়ে সিরিজ জিতে আসে বিরাটের দল।
অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৮-১৯ টেস্ট সিরিজে জয় বিরাটের কেরিয়ারে অন্যতম বিশাল প্রাপ্তি। ২-১ ব্যবধানে সিরিজ জেতে ভারত। প্রথম এশিয়ান দল হিসেবে অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের বিরুদ্ধে সিরিজ জেতে ভারত।
২০২১ ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারত। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও করোনা আতঙ্কে পুরো সিরিজ করা সম্ভব হয়নি।
ভারতের একমাত্র অধিনায়ক হিসাবে এক ক্যালেন্ডার বর্ষে বিদেশের মাটিতে চারটি টেস্ট জেতার নজির গড়েছেন কোহলি। তাও একবার নয়, দু-দুবার। দক্ষিণ আফ্রিকার কাছে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজ হারলেও এশিয়ার একমাত্র অধিনায়ক হিসাবে সেঞ্চুরিয়নে টেস্ট জেতার নজির গড়েছেন বিরাট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -