Kohli Records: বিরাটের এই রেকর্ডগুলি ভাঙা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সময়টা খারাপ চললেও, এখনও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। ক্রিকেটপ্রেমীদের আশা, কিছুদিনের মধ্যেই ফর্মে ফিরবেন বিরাট। ছবি সৌজন্যে https://www.instagram.com/virat.kohli/
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্টিভ স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসন, রোহিত শর্মার পাশাপাশি বিরাটও বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তাঁর রেকর্ড অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে। অধিনায়ক হিসেবেও বিরাটের রেকর্ড উজ্জ্বল। ছবি সৌজন্যে https://www.instagram.com/virat.kohli/
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিরাটের। ২০১৭ সালে তিনি ভারতীয় দলের পূর্ণ সময়ের অধিনায়ক নির্বাচিত হন। ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে বহু সাফল্য এনে দিয়েছেন বিরাট। ছবি সৌজন্যে https://www.instagram.com/virat.kohli/
গত বছর টি-২০ বিশ্বকাপের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট। এরপর তাঁকে একদিনের দলের অধিনায়কের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্ট দলের অধিনায়কের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন বিরাট। ছবি সৌজন্যে https://www.instagram.com/virat.kohli/
আজ ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে খেলছেন না বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধেও টি-২০ সিরিজে খেলবেন না তিনি। নিজের ১০০-তম টেস্ট ম্যাচে ভারতীয় দলে ফিরবেন তিনি। ছবি সৌজন্যে https://www.instagram.com/virat.kohli/
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের এমন কয়েকটি রেকর্ড আছে, যা ভাঙা অত্যন্ত কঠিন। একদিনের আন্তর্জাতিকে রান তাড়া করার সময় ২৬টি শতরান করেছেন বিরাট। এক্ষেত্রে তাঁর ধারেকাছে কেউ নেই। একদিনের আন্তর্জাতিকে রান তাড়া করার সময় রোহিতের শতরানের সংখ্যা ১৪। ছবি সৌজন্যে https://www.instagram.com/virat.kohli/
টেস্টে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি দ্বিশতরান রয়েছে বিরাটের। তিনি টেস্টে এখনও পর্যন্ত সাতটি দ্বিশতরান করেছেন, প্রতিটিই অধিনায়ক হিসেবে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারা টেস্টে পাঁচটি দ্বিশতরান করেন। তাঁকে ছাপিয়ে গিয়েছেন বিরাট। ছবি সৌজন্যে https://www.instagram.com/virat.kohli/
একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ১০ হাজার রানও বিরাটের। ২০১৮ সালেই তিনি এই রেকর্ড গড়েন। সচিন তেন্ডুলকর ২৫৯ ইনিংসে ১০ হাজার রান করেন। ২০৫ ইনিংসেই ১০ হাজার রান করে সচিনের রেকর্ড ভেঙে দেন বিরাট। ছবি সৌজন্যে https://www.instagram.com/virat.kohli/
আইপিএল-এ একটি মরসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ডও বিরাটের দখলে। ২০১৬ সালের আইপিএল-এ তিনি ১৬ ম্যাচে ৯৭৩ রান করেন। এখনও পর্যন্ত কেউ এই রেকর্ড ভাঙতে পারেননি। ছবি সৌজন্যে https://www.instagram.com/virat.kohli/
ক্রিকেটপ্রেমীদের আশা, বিরাট আরও কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন এবং নতুন রেকর্ড গড়বেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/virat.kohli/
- - - - - - - - - Advertisement - - - - - - - - -