Barca Training Session: নতুন দায়িত্ব কাঁধে নিয়ে বার্সার জার্সিতে মাঠে নেমে পড়লেন জাভি
কোচ হিসেবে দায়িত্ব পেয়েই মাঠে নেমে পড়লেন জাভি। প্রথম দিনের অনুশীলনের ছবি দেখে নিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজাভির সঙ্গে আগামী ২০২৪ সালে গ্রীষ্মকাল পর্যন্ত চুক্তি করেছে কাতালানরা।
রোনাল্ড কোম্যানের পরিবর্ত হিসেবে তিনি জাভি কোচ নিযুক্ত হয়েছেন। প্রথম দিনেই প্লেয়ারদের সঙ্গে বেশ হাসিখুশি মেজাজে দেখা গেল তাঁকে।
কাতারের ক্লাব আল সাদেরের কোচ হিসেবে কাজ করছিলেন জাভি। কিন্তু সেই অর্থে বার্সা তাঁর প্রথম বড় ক্লাব কোচ হিসেবে যেখানে কাজ করবেন তিনি।
জাভি বলেছিলেন যে, ব্রাজিলের কোচ হওয়ার অফার ছিল তাঁর কাছে, কিন্তু তিনি তা ফিরিয়ে দেন।
বার্সেলোনাকে কোচিং করানো প্রসঙ্গে জাভি বলেন, 'আমার স্বপ্ন ছিল বার্সেলোনায় আসার। আমি আত্মবিশ্বাসী।
অনুশীলনে নেমে ছেলেদের উদ্দেশে জাভি বলেন, ''সবার উচিত প্রথমে নিজেদের ওপর বিশ্বাস রাখা। সেল্টা ভিগোর বিপক্ষে কি হয়েছে সেটা মনে রাখা দরকার নেই। সব সময় সতর্ক থাকতে হবে।''
২০১০ সালে স্পেনের জার্সিতে বিশ্বকাপ জিতেছিলেন এই প্রাক্তন মিড ফিল্ডার।
বার্সার মূল দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে জাভি খেলেছেন ৭৬৭ ম্যাচ। মোট ১৭ বছরের ক্লাব কেরিয়ার। জিতেছেন আটটি লা লিগা ও চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ ২৫টি শিরোপা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -