Ajaz Patel: জন্ম মুম্বইয়ে, ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধেই দশে ১০ আজাজ পটেল
ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন বিরল নজির স্পর্শ করলেন আজাজ পটেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ম্যাচের এক ইনিংসে ১০ উইকেট নিলেন নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার আজাজ পটেল।
আজাজের এই বিরল নজিরে চাপা পড়ে গেল ভারতীয় দলের ওপেনার ময়ঙ্ক আগরওয়ালের দুরন্ত ১৫০ রান।
ওয়াংখেড়ে টেস্টের প্রথম দিন চার উইকেট নেন আজাজ। আজ দ্বিতীয় দিন তিনি নিলেন ৬ উইকেট।
আজাজের আগে এই বিরল নজির গড়েন জিম লেকার ও অনিল কুম্বলে।
আজাজের দাপটে ভারতীয় দল আজ প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট হয়ে যায়।
ওপেন করতে নেমে অসাধারণ পারফরম্যান্স দেখান ময়ঙ্ক।
ময়ঙ্কের ৩১১ বলের ইনিংসে ছিল ১৭টি বাউন্ডারি ও চারটি ছক্কা।
আজ ময়ঙ্কের সঙ্গে জুটিতে ভারতীয় দলের রান বাড়ান ইক্ষর পটেল। তিনি অর্ধশতরান করেন।
আজাজ ১০ উইকেট নিলেও, ভারতীয় দল যদি নিউজিল্যান্ডকে অল্প রানে অলআউট করে দিতে পারে, তাহলে জয়ের সুযোগ থাকতে পারে।
ওয়াংখেড়েতে গতকাল আজাজের শিকার হন শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ও শ্রেয়স আয়ার।
আজ একে একে ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ময়ঙ্ক অগ্রবাল, অক্ষর পটেল, জয়ন্ত যাদব ও মহম্মদ সিরাজকে ফিরিয়ে দেন বাঁ হাতি স্পিনার আজাজ।
ট্যুইট করে আজাজকে অভিনন্দন জানিয়েছেন কুম্বলে।
জিম লেকার ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই ১০ উইকেট নেন।
১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ম্যাচের এক ইনিংসে ১০ উইকেট নেন অনিল কুম্বলে।
১৯৮৮ সালের ২১ অক্টোবর মুম্বইয়ে জন্ম আজাজের। সেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ইতিহাসে নিজের নাম খোদাই করে নিলেন এই স্পিনার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -