Ajaz Patel: জন্ম মুম্বইয়ে, ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধেই দশে ১০ আজাজ পটেল

ওয়াংখেড়েতে আজাজ পটেলের পারফেক্ট ১০

1/16
ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন বিরল নজির স্পর্শ করলেন আজাজ পটেল।
2/16
বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ম্যাচের এক ইনিংসে ১০ উইকেট নিলেন নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার আজাজ পটেল।
3/16
আজাজের এই বিরল নজিরে চাপা পড়ে গেল ভারতীয় দলের ওপেনার ময়ঙ্ক আগরওয়ালের দুরন্ত ১৫০ রান।
4/16
ওয়াংখেড়ে টেস্টের প্রথম দিন চার উইকেট নেন আজাজ। আজ দ্বিতীয় দিন তিনি নিলেন ৬ উইকেট।
5/16
আজাজের আগে এই বিরল নজির গড়েন জিম লেকার ও অনিল কুম্বলে।
6/16
আজাজের দাপটে ভারতীয় দল আজ প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট হয়ে যায়।
7/16
ওপেন করতে নেমে অসাধারণ পারফরম্যান্স দেখান ময়ঙ্ক।
8/16
ময়ঙ্কের ৩১১ বলের ইনিংসে ছিল ১৭টি বাউন্ডারি ও চারটি ছক্কা।
9/16
আজ ময়ঙ্কের সঙ্গে জুটিতে ভারতীয় দলের রান বাড়ান ইক্ষর পটেল। তিনি অর্ধশতরান করেন।
10/16
আজাজ ১০ উইকেট নিলেও, ভারতীয় দল যদি নিউজিল্যান্ডকে অল্প রানে অলআউট করে দিতে পারে, তাহলে জয়ের সুযোগ থাকতে পারে।
11/16
ওয়াংখেড়েতে গতকাল আজাজের শিকার হন শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ও শ্রেয়স আয়ার।
12/16
আজ একে একে ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ময়ঙ্ক অগ্রবাল, অক্ষর পটেল, জয়ন্ত যাদব ও মহম্মদ সিরাজকে ফিরিয়ে দেন বাঁ হাতি স্পিনার আজাজ।
13/16
ট্যুইট করে আজাজকে অভিনন্দন জানিয়েছেন কুম্বলে।
14/16
জিম লেকার ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই ১০ উইকেট নেন।
15/16
১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ম্যাচের এক ইনিংসে ১০ উইকেট নেন অনিল কুম্বলে।
16/16
১৯৮৮ সালের ২১ অক্টোবর মুম্বইয়ে জন্ম আজাজের। সেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ইতিহাসে নিজের নাম খোদাই করে নিলেন এই স্পিনার।
Sponsored Links by Taboola