IND vs AFG: বাদ পড়বেন পন্থ? আফগানিস্তানের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। গত ম্যাচে দারুণ ছন্দে দেখিয়েছে তাঁকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোহিতের সঙ্গে নিজের ফর্মে ফেরার কাজ চালিয়ে যাবেন কেএল রাহুল। তিনিই ওপেন করবেন।
গত ম্যাচে খারাপ শট খেলে আউট হওয়ার পর, বিরাট কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে আবারও নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকবেন।
টি-টোয়েন্টি দলে ভারতের সেরা ব্যাটারদের মধ্যে একেবারে শীর্ষের দিকেই নাম থাকবে সূর্যকুমার যাদবের। তিনি এই ম্যাচে খেলবেনই।
পরপর ব্যর্থতার পর হয়তো ঋষভ পন্থকে এই ম্যাচে দলের বাইরে বসতে হতে পারে। তাঁর বদলে দীনেশ কার্তিক দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।
অক্ষর পটেল হয়তো অবশেষে দীপক হুডার বদলে ভারতীয় একাদশে এই ম্যাচে সামিল হবেন।
হার্দিক পাণ্ড্য তো অলরাউন্ডার হিসাবে খেলবেনই।
রবিচন্দ্রন অশ্বিন গত ম্যাচে ভাল বল করেছেন। তাঁর ও যুজবেন্দ্র চাহালের মধ্যে একজন সম্ভবত এই ম্যাচ খেলবে। অশ্বিনকে কিন্তু আরেকটা সুযোগ দেওয়া যেতেই পারে।
খবর অনুযায়ী অসুস্থ আবেশ খানের বদল ভারতীয় স্কোয়াডে জায়গা পেতে চলেছেন দীপক চাহার। তিনি কিন্তু একাদশে থাকার প্রবল দাবিদার।
বিগত দুই ম্যাচ ভুবনেশ্বর কুমারের জন্য একদমই ভাল কাটেনি। তবে দলের বোলিং বিভাগের নেতা ভুবির দলে জায়গা পাওয়া নিয়ে খুব বেশি সন্দেহের অবকাশ নেই।
অর্শদীপ গোটা টুর্নামেন্টেই ভাল পারফর্ম করেছেন। তিনি একাদশে বিশেষজ্ঞ বোলার হিসাবে সুযোগ পেতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -