Ind vs Aus: একদিনে পড়ল ১৪ উইকেট, তৃতীয় টেস্টে প্রথম দিনই চর্চার কেন্দ্রে ২২ গজ
ইনদওরে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনই আলোচনা পিচ নিয়ে। সারাদিনে পড়ল ১৪ উইকেট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপিচের কড়া সমালোচনা করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা মার্ক ওয়। বললেন, এই পিচ টেস্ট ক্রিকেটের উপযোগী নয়।
চার টেস্টের সিরিজে ২-০ এগিয়ে ভারত। সিরিজ বাঁচানোর জন্য বাকি দুই ম্যাচ জিততেই হবে অস্ট্রেলিয়াকে (Ind vs Aus)। আর এরকম মরণ-বাঁচন পরিস্থিতিতে প্রত্যাঘাত অস্ট্রেলিয়ার।
ইনদওরে ভারতের প্রথম ইনিংস ১০৯ রানে শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৫৬/৪। ভারতের চেয়ে ৪৭ রানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।
হাতে রয়েছে এখনও ৬ উইকেট। এখান থেকে লিড কতটা বাড়াতে পারে অস্ট্রেলিয়া, সেটাই দেখার।
বল হাতে ভারতের সেরা রবীন্দ্র জাডেজা। অস্ট্রেলিয়ার চারটি উইকেটই নিয়েছেন সৌরাষ্ট্রের বাঁহাতি স্পিনার। প্রথম ইনিংসে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া খেলেছে ৫৪ ওভার। তার মধ্যে জাডেজা করেছেন ২৪ ওভার। ২৪ ওভার হাত ঘুরিয়ে ৬৩ রানে ৪ উইকেট নিয়েছেন জাডেজা। প্রথম দিনের শেষে ক্রিজে রয়েছেন পিটার হ্যান্ডসকম্ব (৭ ব্যাটিং) ও ক্যামেরন গ্রিন (৬ ব্যাটিং)।
প্রথমে ব্যাট করে ভারতের ইনিংস স্থায়ী হল মাত্র ৩৩.২ ওভার। অস্ট্রেলীয় স্পিনারদের সামনে রীতিমতো কেঁপে গেল ভারত।
১০৯ রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। ৫ উইকেট নিলেন ম্যাথু কুনেমান।
তিন উইকেট নাথান লায়নের। একটি উইকেট পেয়েছেন টড মার্ফি। শেষে মহম্মদ সিরাজ রান আউট হয়ে যান। সব মিলিয়ে ৯ উইকেট অস্ট্রেলিয়ার স্পিনারদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -