IND Vs AUS, 1st T20: আবার সামনে অজিরা, এবার লড়াই টি-টোয়েন্টির, দুধের স্বাদ কি ঘোলে মিটবে?

IND Vs AUS: বিশ্বকাপে খেলা অনেক সিনিয়র ক্রিকেটারই এই সিরিজে খেলছেন না। ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল খেলবেন এই সিরিজে। সূর্যকুমার যাদব নেতৃত্ব দেবেন এই সিরিজে।

ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ থেকে (ছবি ইনস্টাগ্রাম)

1/10
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির আগে অনুশীলনে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামবে ২ দল। বিশাখাপত্তনমে
2/10
বিশ্বকাপে খেলা অনেক সিনিয়র ক্রিকেটারই এই সিরিজে খেলছেন না। ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল খেলবেন এই সিরিজে।
3/10
পেস বোলিং বিভাগে বুমরা, সিরাজ, শামিরা থাকছেন না। তার বদলে আবেশ খান, অর্শদীপ সিংহ, মুকেশ কুমাররা থাকবেন পেস বোলিংয়ের প্রতিনিধিত্ব করতে।
4/10
প্রসিদ্ধ কৃষ্ণ, ঈশান কিষাণের মত তরুণ ক্রিকেটারদেরও নজরে থাকবে এই ভারতীয় দলে খেলা।
5/10
রিঙ্কু সিংহয়ের দিকেও নজর থাকবে। বাঁহাতি তরুণ ব্যাটার গত আইপিএলের পর থেকে দুর্দান্ত ফর্মে রয়েছেন।
6/10
রবি বিষ্ণােই ও মুকেশ কুমারের দিকেও নজর থাকবে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ভালমত ঝালিয়ে নিতে চাইবেন এই ২ জনও।
7/10
অর্শদীপ সিংহ রয়েছেন বোলিং বিভাগে। বাঁহাতি এই পেসার তাঁর স্লোয়ার ও ইয়র্কারের মাধ্যমে নজর কেড়েছেন বিগত কয়েক বছরে।
8/10
ওপেনিংয়ে রুতুরাজ গায়কোয়াড রয়েছেন। চেন্নাইয়ের জার্সিতে আইপিএলে যে ফর্মে ছিলেন সেই ফর্ম ধরে রাখতে চাইবেন ডানহাতি এই ওপেনার।
9/10
বাঁহাতি ঈশান কিষাণও রয়েছেন। তিনি বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন। কিন্তু কোনও ম্যাচই খেলার সুযোগ পাননি।
10/10
আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যর অনুপস্থিতিতে তিনিই অধিনায়ক হবেন। ভিভি এস লক্ষ্মণ নেতৃত্ব দেবেন।
Sponsored Links by Taboola