R Ashwin: অস্ট্রেলিয়ার ঘাতক অশ্বিন, স্পর্শ করলেন কুম্বলের কীর্তি
Ind vs Aus: টেস্টে বল হাতে ফের ভেল্কি আর অশ্বিনের (R Ashwin)। নাগপুরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেন তামিলনাড়ুর অফস্পিনার।
R Ashwin
1/10
টেস্টে বল হাতে ফের ভেল্কি আর অশ্বিনের (R Ashwin)। নাগপুরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেন তামিলনাড়ুর অফস্পিনার (Ind vs Aus)।
2/10
প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৮ উইকেট অশ্বিনের।
3/10
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে এক মাইলফলকও স্পর্শ করলেন অশ্বিন।
4/10
দেশের মাটিতে টেস্টে এই নিয়ে ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিলেন অশ্বিন।
5/10
এবং ছুঁয়ে ফেললেন অনিল কুম্বলের (Anil Kumble) রেকর্ড। কিংবদন্তি লেগস্পিনার টেস্টে দেশের মাটিতে ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন।
6/10
এবার কুম্বলের সঙ্গে একই কীর্তি গড়ে ফেললেন অশ্বিনও। তবে দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশিবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির রয়েছে মুথাইয়া মুরলীধরনের।
7/10
শ্রীলঙ্কার কিংবদন্তি ৪৫ ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার আর এক স্পিনার রঙ্গনা হেরাথ দেশের মাটিতে টেস্টে ২৬ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।
8/10
দ্বিতীয় ইনিংসে অশ্বিনের শিকারের তালিকায় উসমান খাওয়াজা, ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব ও অ্যালেক্স ক্যারি।
9/10
এই টেস্টেই সাড়ে চারশো উইকেটের মাইলফলকও পেরিয়ে গিয়েছেন তামিলনাড়ুর অফস্পিনার।
10/10
৮৯ টেস্টে সাড়ে চারশো উইকেট নিয়ে ভেঙে দিয়েছেন কুম্বলের আর এক রেকর্ড। অশ্বিনই এখন ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে কম টেস্টে সাড়ে চারশো উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। ছবি - পিটিআই
Published at : 11 Feb 2023 09:14 PM (IST)