রাহুল-শুভমনের মধ্যে একজনকে বাদ দিয়েই কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত?
লড়াইটা হওয়া উচিত ছিল অস্ট্রেলিয়ার (Australia) বোলারদের সঙ্গে। অথচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় জেরবার কে এল রাহুল (KL Rahul) ও শুভমন গিল (Shubman Gill)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রশ্ন হচ্ছে, বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু হতে চলা প্রথম টেস্টে ভারতের হয়ে ইনিংস ওপেন করবেন কে? কে হবেন রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গী?
আর সেখানেই জোরদার টক্কর শুভমন ও রাহুলের। যা প্যাট কামিন্সের পেস বা নাথান লায়নের স্পিনের বিরুদ্ধে দ্বৈরথের চেয়ে কোনও অংশে কম ঝাঁঝাল নয়।
ঘটনা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্যকুমার যাদবকে খেলাতে পারে ভারত। আর সেখানেই টপ অর্ডার সাজানো নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে রাহুল দ্রাবিড় ও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের কোনও ম্যাচেই খেলতে পারেননি রোহিত শর্মা। তাঁর বুড়ো আঙুলের চোট ছিল।
তাঁর পরিবর্তে ভারতের হয়ে ইনিংস ওপেন করেছিলেন কে এল রাহুল ও শুভমন গিল। কিন্তু রোহিত এখন ফিট। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন। দলকে নেতৃত্বও দেবেন। আর রোহিত ইনিংস ওপেন করবেন।
এখন প্রশ্ন হচ্ছে, রোহিতের সঙ্গী কে হবেন? শুভমন ও রাহুলের মধ্যে কার ওপর ভরসা করা হবে?
এমনিতে অভিজ্ঞতায় বা কঠিন পরিস্থিতিতে পারফর্ম করার নিরিখে রাহুল অনেক এগিয়ে। কিন্তু শুভমন এখন স্বপ্নের ফর্মে রয়েছেন।
ওয়ান ডে হোক বা টি-টোয়েন্টি, সেঞ্চুরির পর সেঞ্চুরি করে চলেছেন। এমনকী, বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টেও ওপেন করে সেঞ্চুরি করেছেন। তাঁকে বসানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে টিম ম্যানেজমেন্টের কাছে।
আর ফর্মের দিক থেকে রাহুল বেশ চাপে। কারণ, শেষ চার ইনিংসে কর্নাটকের ক্রিকেটারের রান যথাক্রমে ২২, ২৩, ১০ ও ২।
তবে বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। অধিনায়ক পদ থেকে সরাসরি তাঁকে বসানো হবে কী করে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
তবে বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। অধিনায়ক পদ থেকে সরাসরি তাঁকে বসানো হবে কী করে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -