রাহুল-শুভমনের মধ্যে একজনকে বাদ দিয়েই কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত?
KL Rahul: ফর্মের দিক থেকে রাহুল বেশ চাপে। কারণ, শেষ চার ইনিংসে কর্নাটকের ক্রিকেটারের রান যথাক্রমে ২২, ২৩, ১০ ও ২।
KL Rahul Shubman Gill
1/12
লড়াইটা হওয়া উচিত ছিল অস্ট্রেলিয়ার (Australia) বোলারদের সঙ্গে। অথচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় জেরবার কে এল রাহুল (KL Rahul) ও শুভমন গিল (Shubman Gill)।
2/12
প্রশ্ন হচ্ছে, বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু হতে চলা প্রথম টেস্টে ভারতের হয়ে ইনিংস ওপেন করবেন কে? কে হবেন রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গী?
3/12
আর সেখানেই জোরদার টক্কর শুভমন ও রাহুলের। যা প্যাট কামিন্সের পেস বা নাথান লায়নের স্পিনের বিরুদ্ধে দ্বৈরথের চেয়ে কোনও অংশে কম ঝাঁঝাল নয়।
4/12
ঘটনা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্যকুমার যাদবকে খেলাতে পারে ভারত। আর সেখানেই টপ অর্ডার সাজানো নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে রাহুল দ্রাবিড় ও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
5/12
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের কোনও ম্যাচেই খেলতে পারেননি রোহিত শর্মা। তাঁর বুড়ো আঙুলের চোট ছিল।
6/12
তাঁর পরিবর্তে ভারতের হয়ে ইনিংস ওপেন করেছিলেন কে এল রাহুল ও শুভমন গিল। কিন্তু রোহিত এখন ফিট। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন। দলকে নেতৃত্বও দেবেন। আর রোহিত ইনিংস ওপেন করবেন।
7/12
এখন প্রশ্ন হচ্ছে, রোহিতের সঙ্গী কে হবেন? শুভমন ও রাহুলের মধ্যে কার ওপর ভরসা করা হবে?
8/12
এমনিতে অভিজ্ঞতায় বা কঠিন পরিস্থিতিতে পারফর্ম করার নিরিখে রাহুল অনেক এগিয়ে। কিন্তু শুভমন এখন স্বপ্নের ফর্মে রয়েছেন।
9/12
ওয়ান ডে হোক বা টি-টোয়েন্টি, সেঞ্চুরির পর সেঞ্চুরি করে চলেছেন। এমনকী, বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টেও ওপেন করে সেঞ্চুরি করেছেন। তাঁকে বসানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে টিম ম্যানেজমেন্টের কাছে।
10/12
আর ফর্মের দিক থেকে রাহুল বেশ চাপে। কারণ, শেষ চার ইনিংসে কর্নাটকের ক্রিকেটারের রান যথাক্রমে ২২, ২৩, ১০ ও ২।
11/12
তবে বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। অধিনায়ক পদ থেকে সরাসরি তাঁকে বসানো হবে কী করে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
12/12
তবে বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। অধিনায়ক পদ থেকে সরাসরি তাঁকে বসানো হবে কী করে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
Published at : 08 Feb 2023 10:05 AM (IST)