IND vs AUS 3rd T20I: দলে ফিরবেন উমেশ? সিরিজ নির্ণায়ক ম্যাচে কেমন হবে ভারতীয় একাদশ?

গত ম্যাচে দুর্দান্ত ৪৬ রানের ইনিংসে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। স্বাভাবিকভাবেই তৃতীয় ওয়ান ডেতে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এই সিরিজে এখনও পর্যন্ত রান পাননি বিরাট কোহলি। গত ম্যাচেও ১১ রানে আউট হন তিনি। তাই রান পেতে মরিয়া হয়ে মাঠে নামবেন কোহলি।

রোহিতের সঙ্গে ওপেন করবেন কেএল রাহুলই।
সূর্যকুমার যাদব তো ভারতীয় মিডল অর্ডারে খেলবেনই। তিনি সম্ভবত চার নম্বরেই ব্যাট করবেন।
অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য টি-টোয়েন্টিতে মতান্তরে ভারতীয় টিম শিটে প্রথম নাম। তাঁর ব্যাটিং ও বোলিংয়ের দক্ষতা দলকে ভারসাম্য প্রদান করে।
গত ম্যাচে ব্যাটে নেমেই ছয় ও চার মেরে ভারতকে জিতিয়েছিলেন দীনেশ কার্তিক। 'ফিনিশার' কার্তিক দলে না থাকলেও বরং তা বেশি বিস্ময়ের হবে।
গত ম্যাচে বল হাত দুরন্ত পারফর্ম করেছিলেন অক্ষর পটেল। দলের দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে তাঁর স্খানও পাকা।
গত দুই ম্যাচে হর্ষলের বোলিং সমালোচনার মুখে পড়েছে বটে। তবে তাঁকে আরেকটি সুযোগ দেওয়া হতে পারে এই ম্যাচে।
উমেশ যাদব প্রথম ম্যাচে উইকেট পেলেও তাঁকে গত ম্যাচে বাদ পড়তে হয়েছিল। সম্ভবত তিনি এই ম্যাচে ফিরবেন।
জসপ্রীত বুমরার বোলিং ফিটনেস ফিরে পাওয়ার জন্য তাঁর খেলাটা জরুরি। বড় ফেরবদল না হলে, তিনিও দলে থাকবেন।
বিশেষজ্ঞ স্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহালই হয়তো সুযোগ পেতে চলেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -