Ind vs Aus: মোহালির মহারণের আগে বিশ্বচ্যাম্পিয়নদের বেসামাল করার প্রস্তুতি সেরে রাখল ভারত
সামনে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসাবে অ্যারন ফিঞ্চদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার। মোহালিতে। তার আগে জোর কদমে প্রস্তুতি সেরে রাখল ভারতীয় ক্রিকেট দল।
চোট সারিয়ে এই সিরিজে জাতীয় দলে ফিরেছেন হর্ষল পটেল। স্লগ ওভারে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তিনি।
করোনা আক্রান্ত মহম্মদ শামি। তাঁর পরিবর্তে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরেছেন উমেশ যাদব। প্রস্তুতিতে ছন্দে বিদর্ভের পেসার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে তুরুপের তাস হতে পারেন আর অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও বল হাতে তাঁর বৈচিত্র্য কার্যকরী হতে পারে।
বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি মনে করা হচ্ছে সূর্যকুমার যাদবকে। তাঁর শটের বৈচিত্র অজি বোলারদের পরীক্ষার মুখে ফেলবে।
তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন রয়েছে। তবে অধিনায়ক কে এল রাহুলের ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। নেটেও ছন্দে রয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের গেমচেঞ্জার হতে পারেন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। আইপিএল থেকে যিনি রয়েছেন দুরন্ত ছন্দে।
প্রথম একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ঋষভ পন্থ। তবে তাঁকে চ্যালেঞ্জের মুখে ফেলবেন দীনেশ কার্তিক।
দীপক হুডাও অলরাউন্ডার হিসাবে প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন।
মোহালিতে প্র্যাক্টিসে খোশমেজাজে বিরাট কোহলি। সতীর্থদের ক্যাচিং প্র্যাক্টিসও করালেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অন্যতম প্রধান বোলিং অস্ত্র যুজবেন্দ্র চাহাল। লেগস্পিনার গুরুত্বপূর্ণ সময়ে পার্টনারশিপ ভাঙতে সিদ্ধহস্ত। ছবি - বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -