PM Modi In Test Match: ক্রিকেট মাঠে বিরল দৃশ্য! রোহিত-কোহলিদের সঙ্গে মাঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলেন মোদি
আমদাবাদে ক্রিকেট কূটনীতি। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরুর আগে একসঙ্গে উপস্থিত নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাঠে গলফ কার্টে চেপে দু'জনে ঘুরলেন। একসঙ্গে সারলেন উষ্ণ করমর্দন।
উপস্থিত লাখো জনতা করতালিতে অভিনন্দন জানালেন দু'দেশের রাষ্ট্রনায়কদের।
এর আগেও ভারতীয় প্রধানমন্ত্রী আমদাবাদে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন। তবে এই প্রথমবার অজি প্রধানমন্ত্রী এই স্টেডিয়ামে ম্যাচ দেখতে উপস্থিত থাকলেন।
ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেট দ্বৈরথের ৭৫ বছর পূর্তি উদযাপন করতেই কিন্তু এ দেশে এসেছেন অজি প্রধানমন্ত্রী অ্যালবানিজ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ ২ দেশের প্রধানমন্ত্রীর হাতে স্মারক তুলে দেন।
স্টেডিয়ামের চারিদিকে অনেকদিন আগে থেকেই ব্য়ানার লাগানো ছিল। যেখানে অজি প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির ছবি। ২ দেশের ক্রিকেটের ৭৫ বছর পূর্তির উপলক্ষে খেলা শুরুর আগে সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়।
গুজরাতি সঙ্গীত পরিবেশন করা হয়। ২ দেশের অধিনায়ককে ক্যাপ তুলে দেন মোদি ও অ্যালবানিজ।
ফটো সেশনের পর গোটা মাঠ প্রদক্ষিণ করলেন ২ প্রধানমন্ত্রী। গোটা মাঠ জুড়ে তখন মোদি মোদি শব্দব্রহ্ম।
স্টেডিয়ামের বাইরের সজ্জা দেখেই বোঝা গিয়েছিল ম্যাচের আগে বড়সড় কোনও চমকপ্রদ অনুষ্ঠান হতে চলেছে। হলও তাই।
ম্যাচের ৪৫ মিনিট আগে স্টেডিয়ামে ঢুকলেন দুই দেশের প্রধানমন্ত্রী। তারপরই কোথাও যেন মিলে-মিশে গেল ক্রিকেট আর কূটনীতি। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -