Rohit Sharma Record: ভারতের প্রথম অধিনায়ক হিসাবে তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি, নজির রোহিতের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। নাগপুরে ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনিই সেরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইনিংস ওপেন করতে নেমে ২১২ বলে ১২০ রানের ইনিংস খেলেন রোহিত। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার ও জোড়া ছক্কা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs AUS 1st Test) নাগপুরের চ্যালেঞ্জিং পিচে শতরান হাঁকান রোহিত। এটি ভারতীয় অধিনায়কের টেস্ট কেরিয়ারের নবম শতরান।
অধিনায়ক হিসাবেই এটিই রোহিতের প্রথম টেস্ট শতরান।
নাগপুরে সেঞ্চুরি করে অনন্য একটি নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। যে রেকর্ড ভারতের আর কারও নেই।
রোহিতই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি, তিন ফর্ম্যাটেই ভারতের হয়ে শতরান করলেন।
চলতি টেস্টে দুরন্ত বোলিং করা টড মার্ফির বিরুদ্ধে চার মেরেই শতরানের গণ্ডি পার করলেন ভারতের তারকা ওপেনার তথা অধিনায়ক।
গত বছরটা ব্যাটার রোহিতের জন্য একেবারেই ভাল কাটেনি। কোনও শতরান হাঁকাতে পারেননি রোহিত। তবে নতুন বছরে শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় অধিনায়ক। এবার কাঙ্খিত শতরানও করে ফেললেন রোহিত।
নাগপুরের পিচে যেখানে সিংহভাগ ব্যাটাররাই রান করতে বেশ চাপে পড়ছেন, সেখানে এই শতরানে ফের একবার রোহিত ব্যাটার হিসাবে নিজের দক্ষতা প্রমাণ করলেন।
রোহিতের ব্যাটে ভর করেই ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিতে সক্ষম হল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -