Rohit Sharma Record: ভারতের প্রথম অধিনায়ক হিসাবে তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি, নজির রোহিতের

Team India: রোহিতই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি, তিন ফর্ম্যাটেই ভারতের হয়ে শতরান করলেন।

Rohit Sharma

1/10
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। নাগপুরে ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনিই সেরা।
2/10
ইনিংস ওপেন করতে নেমে ২১২ বলে ১২০ রানের ইনিংস খেলেন রোহিত। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার ও জোড়া ছক্কা।
3/10
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs AUS 1st Test) নাগপুরের চ্যালেঞ্জিং পিচে শতরান হাঁকান রোহিত। এটি ভারতীয় অধিনায়কের টেস্ট কেরিয়ারের নবম শতরান।
4/10
অধিনায়ক হিসাবেই এটিই রোহিতের প্রথম টেস্ট শতরান।
5/10
নাগপুরে সেঞ্চুরি করে অনন্য একটি নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। যে রেকর্ড ভারতের আর কারও নেই।
6/10
রোহিতই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি, তিন ফর্ম্যাটেই ভারতের হয়ে শতরান করলেন।
7/10
চলতি টেস্টে দুরন্ত বোলিং করা টড মার্ফির বিরুদ্ধে চার মেরেই শতরানের গণ্ডি পার করলেন ভারতের তারকা ওপেনার তথা অধিনায়ক।
8/10
গত বছরটা ব্যাটার রোহিতের জন্য একেবারেই ভাল কাটেনি। কোনও শতরান হাঁকাতে পারেননি রোহিত। তবে নতুন বছরে শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় অধিনায়ক। এবার কাঙ্খিত শতরানও করে ফেললেন রোহিত।
9/10
নাগপুরের পিচে যেখানে সিংহভাগ ব্যাটাররাই রান করতে বেশ চাপে পড়ছেন, সেখানে এই শতরানে ফের একবার রোহিত ব্যাটার হিসাবে নিজের দক্ষতা প্রমাণ করলেন।
10/10
রোহিতের ব্যাটে ভর করেই ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিতে সক্ষম হল।
Sponsored Links by Taboola