T20 World Cup: কুড়ির ফর্ম্যাটে ভারত-বাংলাদেশ, এক ঝলকে কিছু পরিসংখ্যান
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-তে মুখোমুখি ভারত বনাম বাংলাদেশ। একনজরে দেখে নেওয়া যাক ২ দলের কিছু পরিসংখ্যানের দিকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারত ও বাংলাদেশ এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্যাটে মোট ১১ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১০ বারই জয় হাসিল করে নিয়েছে টিম ইন্ডিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট ৩ বারের সাক্ষাতে প্রতিবারই ভারতের জয় হয়েছে। তার মধ্যে রয়েছে ২০১৬ সালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১ রানে জয়।
টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক রাং সংগ্রাহক মাহেলা জয়বর্ধনে (১০১৬)। আর মাত্র ১৬ রান করলেই তাঁকে টপকে শীর্ষে চলে যাবেন বিরাট কোহলি।
আর ৪ উইকেট নিলেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ১০০ উইকেটের মালিক হবেন মুস্তাফিজুর রহমান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ২ ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছেন সূর্যকুমার যাদব। যদি আজকের ম্যাচে আর ৬৫ রান করতে পারেন, তবে চলতি ক্রিকেট বছরে টি-টোয়েন্টিতে হাজার রান পূর্ণ করবেন তিনি। ২০২১ সালে এই কৃতিত্ব ছিল মহম্মদ রিজওয়ানের।
উল্লেখ্য়, ভারতের বিরুদ্ধে এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ খেলতে নেমেছিল ২০০৯, ২০১৪ ও ২০১৬ সালে।
এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত ও তৃতীয় স্থানে বাংলাদেশ। ২টো দলই ২টাে করে ম্যাচ জিতেছে। একটি করে ম্যাচ হেরেছে।
বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ চারটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল।
শেষ তিনটি অ্যাওয়ে টি-টোয়েন্টি ম্যাচে ভারত-বাংলাদেশ দ্বৈরথেও পাল্লা ভারী ভারতেরই। রোহিতের দল শেষ তিন সাক্ষাতে তিনবারই বাজিমাত করেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -