Lifestyle:লেখাপড়ার সহজ কৌশল
Study Methods: দরজায় কড়া নাড়ছে পরীক্ষা, নাওয়া-খাওয়া ভুলে সারাদিন বইয়ের সামনে বসে থাকা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা বই-খাতা নিয়ে বসে থাকার পরও মনে হয় না যে প্রস্তুতি ঠিকঠাক হল না?
লেখাপড়ার সহজ কৌশল
1/8
দরজায় কড়া নাড়ছে পরীক্ষা, নাওয়া-খাওয়া ভুলে সারাদিন বইয়ের সামনে বসে থাকা। ছাত্রছাত্রীদের জীবনে বড় চেনা ছবি।
2/8
কিন্তু ঘণ্টার পর ঘণ্টা এমন ভাবে বই-খাতা নিয়ে বসে থাকার পরও কি মনে হয় না যে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হল না?
3/8
সেক্ষেত্রে লেখাপড়ার জন্য অন্য কোনও পথ ট্রাই করবেন নাকি? মনোবিদদের অনেকেই, এই ধরনের কৌশলের পরামর্শ দিয়ে আসছেন।
4/8
যেমন ধরুন 'স্পেসড লার্নিং'। যে অংশটি আপনার পড়া হয়ে গিয়েছে, নির্দিষ্ট সময় অন্তর সেটি নিয়ে আবার চর্চা করা। তবে খেয়াল রাখতে হবে, সময়ের ব্যবধান যেন বাড়তে থাকে।
5/8
মূল লক্ষ্য একটাই। যা পড়েছেন সেটা আরও ঝালিয়ে নেওয়া। তাই সেই অনুযায়ী একটা নির্ঘণ্টও বানিয়ে রেখে দিন।
6/8
শুধু গড়গড় করে পড়ে গেলে কতটা তা স্মরণে রইল, না-ই খেয়াল থাকতে পারে। তাই মাঝেমধ্যেই আগের পাঠ্যসূচি মনে করার চেষ্টা করুন।
7/8
এছাড়াও মনে রাখার বেশ কিছু টিপস রয়েছে। সেগুলির জন্য কোনও মনোবিদ বা এডুকেশন কাউন্সেলরের পরামর্শ নিতে পারেন।
8/8
মূল কথা একটাই। লেখাপড়া মানে শুধু রাতদিন এক করে বইয়ের সামনে বসে থাকা নয়। বরং সুনির্দিষ্ট কৌশল ব্যবহার করে যা শিখছি, তা মনে রাখা। তার সহজ উপায় নাগালেই রয়েছে।
Published at : 01 Nov 2022 11:34 PM (IST)