IND vs Ban: ভারত-বাংলাদেশ টেস্টের মহারণে সর্বাধিক রানের মালিক কে? তালিকায় সেরা দশে আর কারা?
টেস্ট ফর্ম্যাটে ভারত-বাংলাদেশ মহারণে সচিন তেন্ডুলকর। তিনি মোট ৭ ম্যাচ খেলে ৮২০ রান করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় দ্বিতীয় স্থানে রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের কোচ ও প্রাক্তন অধিনায়ক মোট ৭ ম্যাচ খেলে ৫৬০ রান করেছেন।
বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম ৬ ম্যাচে ৫১৮ রান করেছেন।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। ৪ টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৩৯২ রান করেছেন।
তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন বাংলাদেশের মহম্মদ আশরাফুল। বাংলাদেশের প্রাক্তন এই অধিনায়ক ৬টি ম্যাচ খেলেছেন ভারতের বিরুদ্ধে। হাঁকিয়েছেন ৩৮৬ রান।
ভারতের প্রাক্তন বাঁহাতি ওপেনার গৌতম গম্ভীরও রয়েছেন তালিকায়। ৪ ম্যাচ খেলে তিনি ৩৮১ রান করেছেন।
প্রাক্তন ভারত অধিনায়ক ও প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৫ ম্যাচ খেলে বাংলাদেশের বিরুদ্ধে ৩৭১ রান করেছেন।
বাংলাদেশের অভিজ্ঞ ডানহাতি ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ ৫টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে টেস্টে ৩৪৭ রান করেছেন।
অজিঙ্ক রাহানে রয়েছেন এই তালিকায়। বর্তমানে ভারতীয় দলের অংশ নন রাহানে। তবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ৪ ম্যাচ খেলে ৩৪৫ রান করেছেন।
তালিকায় তৃতীয় বাংলাদেশি বাঁহাতি তামিম ইকবাল। তিনি ৪ ম্যাচ খেলে ভারতের বিরুদ্ধে ২৯৬ রান করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -