Ollie Pope: একের জবাবে ১৪৮! কুকের রেকর্ড ভাঙার হাতছানি পোপের সামনে
![Ollie Pope: একের জবাবে ১৪৮! কুকের রেকর্ড ভাঙার হাতছানি পোপের সামনে Ollie Pope: একের জবাবে ১৪৮! কুকের রেকর্ড ভাঙার হাতছানি পোপের সামনে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/27/c64689626b35ca15dc5860dced00f285652bf.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
হায়দরাবাদ টেস্ট জমিয়ে দিয়েছেন অলি পোপ। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন ইংরেজ তরুণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Ollie Pope: একের জবাবে ১৪৮! কুকের রেকর্ড ভাঙার হাতছানি পোপের সামনে Ollie Pope: একের জবাবে ১৪৮! কুকের রেকর্ড ভাঙার হাতছানি পোপের সামনে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/27/e6f51dfce59bf8a04e7088bc0ebcc9066417e.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
প্রথম ইনিংসে মাত্র ১ রান করে ফিরেছিলেন। ১১ বল খেলে রবীন্দ্র জাডেজার শিকার হন তিনি।
![Ollie Pope: একের জবাবে ১৪৮! কুকের রেকর্ড ভাঙার হাতছানি পোপের সামনে Ollie Pope: একের জবাবে ১৪৮! কুকের রেকর্ড ভাঙার হাতছানি পোপের সামনে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/27/2f7418ceb19b6458723ccc36204d820c8c6dd.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
সেই আক্ষেপ সুদে আসলে যেন মিটিয়ে নিলেন দ্বিতীয় ইনিংসে।
২০৮ বলে ১৪৮ রান করে ক্রিজে রয়েছেন পোপ। ১৭টি বাউন্ডারি মেরেছেন তিনি।
২০১৮ সালের পর থেকে এই নিয়ে ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে দুটি মাত্র সেঞ্চুরি হল।
২০২২ সালে ভারতের মাটিতে টেস্টে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে। বেঙ্গালুরুতে ১০৭ করেছিলেন তিনি। তারপর পোপের এই সেঞ্চুরি।
২০১২ সালের পর থেকে সফরকারী দলের কোনও ব্যাটার দ্বিতীয় ইনিংসে ভারতের বিরুদ্ধে এত বড় ইনিংস খেলেননি।
এ ব্যাপারে রেকর্ড রয়েছে অ্যালেস্টেয়ার কুকের। প্রাক্তন ইংরেজ অধিনায়ক ২০১২ সালে ১৭৬ রান করেছিলেন।
কাকতালীয় হলেও, সেটাও ছিল সিরিজের প্রথম টেস্ট। আর সেটাই দেশের মাটিতে ভারতের শেষ টেস্ট সিরিজ পরাজয়।
কুকের সেই নজির ভেঙে দেওয়ার হাতছানি পোপের সামনে। পারবেন ইংরেজ তরুণ? ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -