IND vs ENG 3rd ODI: পাণ্ড্য-পন্থের দৌলতে ওয়ান ডে সিরিজেও কব্জা করল ভারত

পাণ্ড্য-পন্থের দৌলতে তৃতীয় ওয়ান ডে ও সিরিজ জিতল ভারত (ছবি: বিসিসিআই)

1/8
বাকি দুই ওয়ান ডের মতো, তৃতীয় ম্যাচেও টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। যদিও ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার জানান তিনি প্রথমে ব্যাটিংই করতেন।
2/8
তৃতীয় ওয়ান ডেতে ভারতীয় দল বড় ধাক্কা খায়। যশপ্রীত বুমরা পিঠের চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি। তার বদলে অবশ্য মহম্মদ সিরাজ একাদশে জায়গা পেয়ে নিজের প্রথম ওভারেই বেয়ারস্টো এবং রুটকে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে ভারতের হয়ে শুরুটা ভালই করেন।
3/8
সিরাজ শুরুটা ভাল করার পর জেসন রয় এবং বেন স্টোকস ইংল্যান্ডের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে পর বল হাতে এই দুইজনকেই আউট করে ভারতকে ম্যাচে ফেরান হার্দিক। ম্যাচে তিনি মোট কেরিয়ারের সেরা চারটি উইকেট নেন।
4/8
ইংল্যান্ডের হয়ে এই ম্যাচে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন দলের অধিনায়ক জস বাটলার। তিনি ৬০ রানের একটি সুন্দর ইনিংস খেললেও সেই হার্দিকেরই শিকার হন।
5/8
বল হাতে দুরন্ত পারফরম্যান্সের পর ব্যাট হাতেও সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামেন হার্দিক। ৭২ রানে চার উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া যখন বিরাট চাপে, তখম ব্যাটিংয়ে নেমে প্রতি আক্রমণ শুরু করেন হার্দিক।
6/8
হার্দিকের সঙ্গে যোগ্য সঙ্গ দেন ঋষভ পন্থও। প্রথমে কিছুটা দেখে শুনে নিজের ইনিংসটা শুরু করলেও, সেট হয়ে তিনিও আক্রমণ করতে শুরু করেন। পঞ্চম উইকেটে পাণ্ড্য-পন্থ মোট ১৩৩ রান যোগ করেন।
7/8
হার্দিক ৭১ রানে আউট হয়ে গেলেও কিন্তু ক্রিজ ছাড়েননি পন্থ। দেখতে দেখতে নিজের প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে শতরানটিও করে ফেলেন তিনি। ১২৫ রানে অপরাজিত থেকে ভারতকে পাঁচ উইকেটে ম্যাচ জেতান তিনি।
8/8
বল হাতে গত ম্যাচে ইংল্যান্ডের নায়ক রিস টপলে এদিন শুরুতেই রোহিত, শিখর, বিরাটকে ফেরালেও, দলকে ম্যাচ জেতাতে ব্যর্থ হলেন। পাঁচ উইকেটে তৃতীয় ওয়ান ডে জিতে ২-১ সিরিজও জিতল ভারতীয় দল।
Sponsored Links by Taboola