IND vs ENG: হোয়াইটওয়াশের লক্ষ্যপূরণ হল না, সূর্যর সেঞ্চুরিও কাজে এল না, হার রোহিত বাহিনীর

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে হার ভারতের

1/10
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হার ভারতের। সিরিজ জিতলেও হোয়াইটওয়াশ সম্ভব হল না রোহিত বাহিনীর। ম্যাচে ১৭ রানে হেরে গেলেন তাঁরা। (সব ছবি ভারতীয় দলের ইনস্টাগ্রাম)
2/10
আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েও ম্যাচ জেতাতে পারলেন না সূর্যকুমার যাদব। ৫৫ বলে ১১৭ রানের ইনিংস খেললেন সূর্য। নিজের ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান তিনি।
3/10
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। নিজে যদিও ১৮ রান করে আবেশ খানের বলে ফিরে যান প্যাভিলিয়নে।
4/10
ইংল্যান্ডের বোলারদের মধ্যে এদিন সবচেয়ে সফল রিস টপলে। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি।
5/10
ভারতীয় বোলারদের মধ্যে ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন হর্ষল পটেল।
6/10
ইংল্যান্ড পাওয়ার প্লেতে শুরুটা মন্দ করেনি। নিয়মিত ব্যবধানে ইংল্যান্ড উইকেট খোয়াতে থাকলেও একের পর এক বাউন্ডারি আসতে থাকে তাদের স্কোরবোর্ডে।
7/10
ডেভিড মালানের ৭৭ রান ও লিয়াম লিভিংস্টোনের ৪২ রানের সুবাদে ২১৫ রান তোলে ব্রিটিশরা।
8/10
এরপর ২১৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নাম ভারত। কিন্তু, গোড়াতেই ধাক্কা খেতে হয়। মাত্র ৩১ রানে ৩ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।
9/10
তবে ভারতকে ম্যাচে ফেরান সূর্যকুমার যাদব ও শ্রেয়স আইয়ার। চতুর্থ উইকেটে ১১৯ রান বোর্ডে যোগ করেন তিনি।
10/10
তবে ভারতের ব্যাটিং লাইন আপের স্থম্ভ রোহিত শর্মা, ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ারের উইকেট তুলে নেন টপলে। ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানেই শেষ হয় ভারতের ইনিংস।
Sponsored Links by Taboola