IND vs ENG: হোয়াইটওয়াশের লক্ষ্যপূরণ হল না, সূর্যর সেঞ্চুরিও কাজে এল না, হার রোহিত বাহিনীর
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হার ভারতের। সিরিজ জিতলেও হোয়াইটওয়াশ সম্ভব হল না রোহিত বাহিনীর। ম্যাচে ১৭ রানে হেরে গেলেন তাঁরা। (সব ছবি ভারতীয় দলের ইনস্টাগ্রাম)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েও ম্যাচ জেতাতে পারলেন না সূর্যকুমার যাদব। ৫৫ বলে ১১৭ রানের ইনিংস খেললেন সূর্য। নিজের ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান তিনি।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। নিজে যদিও ১৮ রান করে আবেশ খানের বলে ফিরে যান প্যাভিলিয়নে।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে এদিন সবচেয়ে সফল রিস টপলে। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি।
ভারতীয় বোলারদের মধ্যে ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন হর্ষল পটেল।
ইংল্যান্ড পাওয়ার প্লেতে শুরুটা মন্দ করেনি। নিয়মিত ব্যবধানে ইংল্যান্ড উইকেট খোয়াতে থাকলেও একের পর এক বাউন্ডারি আসতে থাকে তাদের স্কোরবোর্ডে।
ডেভিড মালানের ৭৭ রান ও লিয়াম লিভিংস্টোনের ৪২ রানের সুবাদে ২১৫ রান তোলে ব্রিটিশরা।
এরপর ২১৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নাম ভারত। কিন্তু, গোড়াতেই ধাক্কা খেতে হয়। মাত্র ৩১ রানে ৩ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।
তবে ভারতকে ম্যাচে ফেরান সূর্যকুমার যাদব ও শ্রেয়স আইয়ার। চতুর্থ উইকেটে ১১৯ রান বোর্ডে যোগ করেন তিনি।
তবে ভারতের ব্যাটিং লাইন আপের স্থম্ভ রোহিত শর্মা, ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ারের উইকেট তুলে নেন টপলে। ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানেই শেষ হয় ভারতের ইনিংস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -