IND vs ENG, 5th Test: বার্মিংহ্যামে হার ভারতের, রুট, বেয়ারস্টোর সেঞ্চুরি, সিরিজ ড্র
বার্মিংহ্যাম টেস্টে হার ভারতের। ৭ উইকেটে দুরন্ত জয় ইংল্যান্ডের। চতুর্থ ইনিংসে ব্য়াট করতে নেমে শতরান হাঁকালেন জো রুট, জনি বেয়ারস্টো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগে ইংল্যান্ড চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে কোনও দিনও জেতেনি। এটাই তাঁদের সর্বোচ্চ রান তাড়া করে জয় টেস্ট ক্রিকেটে।
ভারতের হয়ে একমাত্র ঋষভ পন্থ ২ ইনিংসেই সফল। প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরানের ইনিংস খেলেন তিনি।
ভারতীয়দের মধ্যে এক টেস্টে ২ ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রানের মালিক এখন পন্থ। প্রথম ইনিংসে ১৪৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ৫৭ রান করেন তিনি। ভেঙে দেন বিজয় মঞ্জরেকরের রেকর্ড।
গতকাল যশপ্রীত বুমরা ওলি পোপকে ফিরিয়ে দেওয়ার পর মনে হয়েছিল ম্যাচে আবার ফিরে এসেছে ভারতীয় দল। ১০৯ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল ইংল্য়ান্ডের।
কিন্তু চতুর্থ দিনের ২ সেশন ও পঞ্চম দিনের প্রথম দেড় ঘণ্টায় ২৬৯ রানের পার্টনারশিপ যোগ করে ম্যাচ জিতিয়ে দেন রুট, বেয়ারস্টো। রুট ১৪২ ও বেয়ারস্টো ১১৪ রানে অপরাজিত থাকেন।
ভারতীয়দের বোলারদের মধ্যে ২ ইনিংস মিলিয়ে সবচেয়ে সফল বোলার বুমরা। প্রথম ইনিংসে ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন তিনি। সিরাজ ৪ উইকেট নেন ম্যাচে।
দ্বিতীয় ইনিংসে ৬৬ রানের ইনিংস খেলে দলকে অনেকটা এগিয়ে দিয়েছিলেন ভারতের চেতেশ্বর পূজারা। কিন্তু তা হয়ত যথেষ্ট ছিল না।
ভারতের মিডল অর্ডার এই ম্যাচের পর চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে। গিল, বিরাট, শ্রেয়স, বিহারী কেউই ২ ইনিংস মিলিয়ে রান পাননি।
অলরাউন্ডার হিসেবে জাডেজাকে নেওয়া হয়েছিল এই ম্যাচে। তিনি ব্যাট হাতে প্রথম ইনিংসে শতরান হাঁকালেও বল হাতে কোনও উইকেট পাননি গোটা ম্যাচে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -