Rishabh Pant Test Record: কনিষ্ঠতম উইকেটকিপার হিসাবে টেস্টে ২ হাজার রান, এজবাস্টনে একাধিক রেকর্ড পন্থের
ব্যাট হাতে তিনি ধারাবাহিকতা দেখাতে পারেন না বলে অনেকে অভিযোগ করেন। কেউ কেউ এ-ও বলেন যে, তাঁকে নিয়ে অহেতুক নাচানাচি করা হয়। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতো কিংবদন্তিরা বারবার তাঁর হয়ে জোরাল সওয়াল করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন সৌরভের মতো জহুরিরা তাঁকে নিয়ে এত আশাবাদী, ফের একবার প্রমাণ করে দিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে ঝোড়ো সেঞ্চুরি করলেন পন্থ।
বিদেশের মাটিতে টেস্টে চাপের মুখে বড় ইনিংস খেলাকে যিনি অভ্যাসে পরিণত করেছেন। ৮৯ বলে সেঞ্চুরি করলেন পন্থ। তাঁর ইনিংস লড়াইয়ে রাখল ভারতকেও (Ind vs Eng)।
শেষ পর্যন্ত ১১১ বলে ১৪৬ রান করে আউট হলেন পন্থ। তাঁর ইনিংসে ছিল ১৯টি চার ও চারটি ছক্কা।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম উইকেটকিপার হিসাবে ২০০০ রান পূর্ণ করলেন পন্থ। যে নজির মহেন্দ্র সিংহ ধোনি, অ্যাডাম গিলক্রিস্টের মতো কিংবদন্তিদেরও নেই।
আরও একটি রেকর্ড গড়লেন পন্থ। তিনিই হলেই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে একশোটি ছক্কা মারা তারকা।
শুক্রবার তিনি যখন ব্যাট করতে নামেন, ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। একে রোহিত শর্মা, কে এল রাহুলরা নেই। তার ওপর ফিরে গিয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা। বল হাতে আগুন ঝরাচ্ছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটসরা।
ক্রিজে গিয়ে পাল্টা মারের কৌশল নেন পন্থ। আগ্রাসী ব্যাটিং যাঁর স্বভাবজাত। শেষ পর্যন্ত ১১১ বলে ১৪৬ রান করে জো রুটের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন।
পন্থের ইনিংস দেখে উচ্ছ্বসিত কিংবদন্তি সচিন তেন্ডুলকরও। সচিন ট্যুইট করেছেন, 'অসাধারণ ইনিংস পন্থ। দারুণ খেলেছো'। জাডেজার ইনিংসেরও প্রশংসা করেছেন সচিন। ছবি - বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -