IND Vs ENG, 2021: লর্ডস টেস্টের প্রথম দিন শতরান, একাধিক নজির রাহুলের
বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দুরন্ত শতরান করে একাধিক নজির গড়লেন ভারতীয় দলের ওপেনার কে এল রাহুল। প্রথম দিনের শেষে তিনি ১২৭ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের শুরুতেই অবশ্য ১২৯ রানের মাথায় ফিরে যান তিনি। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম উইকেট জুটিতে রোহিত শর্মার সঙ্গে ১২৭ রান যোগ করেন রাহুল। এটা ভারতীয় দলের হয়ে লর্ডস টেস্টে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রান। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
২৪-তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬টি শতরানের মালিক হয়ে গেলেন রাহুল। মহেন্দ্র সিংহ ধোনি ও মনসুর আলি খান পতৌদিকে স্পর্শ করলেন রাহুল। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ১১৭ রান যোগ করেন রাহুল। একমাত্র ব্যাটসম্যান হিসেবে একই ম্যাচে দু’টি শতরানের পার্টনারশিপের সঙ্গে যুক্ত থাকলেন রাহুল। ছবি সৌজন্যে এএফপি
বিদেশের মাটিতে ওপেন করতে নেমে এই নিয়ে চতুর্থবার শতরান করলেন রাহুল। রোহিতেরও বিদেশের মাটিতে ওপেনার হিসেবে চারটি শতরান আছে। তাঁদের চেয়ে এক্ষেত্রে এগিয়ে একমাত্র সুনীল গাওস্কর। এই কিংবদন্তীর বিদেশের মাটিতে ওপেনার হিসেবে ১৫টি শতরান আছে। ছবি সৌজন্যে এএফপি
তৃতীয় ভারতীয় ওপেনার হিসেবে লর্ডসে শতরান করলেন রাহুল। এর আগে ১৯৫২ সালে বিনু মাঁকড় এবং ১৯৯০ সালে রবি শাস্ত্রী লর্ডসে ওপেন করতে নেমে শতরান করেছিলেন। ছবি সৌজন্যে এএফপি
নিজের প্রজন্মের প্রথম ভারতীয় ওপেনার হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নাম তুললেন রাহুল। ছবি সৌজন্যে ট্যুইটার @HomeOfCricket
- - - - - - - - - Advertisement - - - - - - - - -