Independence Day 2021: : জাতীয় সঙ্গীত গেয়ে ভিডিও আপলোড করুন ভারত সরকারের নির্দিষ্ট সাইটে, পেতে পারেন অভিনব সুযোগ
কোভিড পরিস্থিতিতে এখন বড় জমায়েতে নিষেধাজ্ঞা। বড় করে স্বাধীনতা দিবস পালনে সমস্যা দেখা দিতে পারে। এদিকে এই বছর হল স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি। তাই এই বছরটা বিশেষ গুরুত্ব বহন করে বইকি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই পরিস্থিতিতে ভারত সরকার নিল এক অভিনব উদ্যোগ। যে কোনও বয়সের নাগরিকই জাতীয় সঙ্গীত গেয়ে আপলোড করতে পারেন https://rashtragaan.in/ এ।
এখান থেকেই সেরা ১০০ কে বেছে নেবে ভারত সরকার। তাঁরা পাবেন ভারতের প্রখ্যাত কোনও গীতিকারের সঙ্গে কাজ করার সুযোগ। ঘোষণা করা হয়েছে, সেরা ১০০ জনকেই ভাগ নেওয়ার সুযোগ দেওয়া হবে। সেটি পরবর্তীতে মুক্তি পাবে বিভিন্ন বৈদ্যুতিন ও ডিজিট্যাল মাধ্যমে
প্রথমে এই পাতায় গিয়ে নিজের সম্পর্কে তথ্য দিতে হবে। ও নিজের গাওয়া গান আপলোড করতে হবে।
পুরো পদ্ধতিটি সম্পূর্ণ হলে পাওয়া যাবে একটি সার্টিফিকেট।
এর আগে জুলাই মাসে, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে করোনা পরিস্থিতিতে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য একটি নির্দেশ জারি করা হয়। সমস্ত সরকারি অফিসকে স্বাধীনতা দিবসের জমায়েত এড়াতে প্রযুক্তি ব্যবহার করতে বলা হয়।
সেই ভাবনা থেকেই সরকারের তরফে এমন একটি উদ্যোগ। যা একটি সূত্রে গাঁথবে আসমুদ্র হিমাচলকে। সেই সঙ্গে দেবে সবাইকে অংশগ্রহণের সুযোগ।
মনে রাখতে হবে এই প্ল্যাটফর্মে আপলোড করতে হবে ভিডিও। শুধুমাত্র অডিও নয়।
স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বলা হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে করোনা বিধি মানতে হবে ও যথা সম্ভব কম মানুষকে আমন্ত্রণ জানাতে হবে।
এবার লালকেল্লার অনুষ্ঠানও খুব ছিমছাম ভাবেই হওয়ার কথা। ২১ টি গান স্যালুটের পর থাকবে প্রধানমন্ত্রীর ভাষণ, জাতীয় সঙ্গীত পরিবেশন। ছবি : পিক্স্যাবে, https://rashtragaan.in/
- - - - - - - - - Advertisement - - - - - - - - -