IND vs ENG ODI: অলরাউন্ডার হার্দিক থেকে রোহিতের ফর্ম, ইংল্যান্ড সিরিজে কী কী প্রাপ্তি হল ভারতের?
টেস্ট সিরিজের শেষ ম্যাচ হেরে ২-২ সিরিজ ড্র করে ভারতীয় দল। তবে সাদা বলের সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের দাপট দেখাল রোহিত শর্মার ভারত। টি-টোয়েন্টির পাশাপাশি জিতে নিল ওয়ান ডে সিরিজও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়ান ডে সিরিজে ভারতীয় দলের সবচেয়ে বড় প্রাপ্তি হল অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর পারফরম্যান্স। ব্যাটার হার্দিকের দক্ষতা সম্পর্কে সকলেই অবগত। তবে তার বোলিং নিয়ে অনেকদিন ধরেই প্রশ্নচিহ্ন ছিল বটে। এই সিরিজে দুর্দান্ত বোলিং করে ছয় উইকেট নিয়ে সেই চিন্তা দূর করে দিলেন হার্দিক।
টেস্ট ম্যাচে দুরন্ত শতরান করেছিলেন ঋষভ পন্থ। তবে ভারতীয় দল ম্যাচ জিততে পারেনি। তৃতীয় ওয়ান ডেতে নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ৫০ ওভারের ফর্ম্যাটে প্রথম শতরান করে ভারতকে ম্যাচ ও সিরিজ জেতালেন পন্থ। এলোপাথাড়ি শট নয়, নির্ভরযোগ্য ব্যাটিংয়ে ভারতীয় দলকে ভরসা দিচ্ছেন পন্থ।
গোটা ওয়ান ডে সিরিজে ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়েও কিন্তু দারুণ পারফর্ম করেছেন পন্থ। তার কিপিং নিয়ে বরাবরই একটা প্রশ্নচিহ্ন ছিল বটে। তবে সুইং সহায়ক পরিবেশে গোটা সফরেই পন্থের কিপিং ছিল প্রশংসনীয়।
এই সিরিজের আগে রোহিত শর্মার ফর্ম নিয়ে একটু চিন্তায় ছিল ভারতীয় দল। তবে প্রথম ওয়ান ডেতে বিধ্বংসী ব্যাটিংয়ে রোহিত ভারতকে ম্যাচ জেতান। টি-টোয়েন্টি সিরিজেও মন্দ ব্যাটিং করেননি রোহিত। অধিনায়কের ফর্মে ফেরাটা সবসময়ই ভাল খবর।
ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে যুজবেন্দ্র চাহাল কোনও উইকেট পাননি। তবে পরবর্তী দুই ম্যাচে যথাক্রমে চার ও তিনটি উইকেট নেন তিনি। স্পিন সহায়ক নয়, এমন পরিবেশে চাহালের এই পারফরম্যান্স আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় প্রাপ্তি।
বুমরা বল হাতে এই সিরিজে ভারতের সফলতম বোলার। এটা কিন্তু কাউকেই অবাক করবে না। তবে সুখবর হল বেশ কিছুদিন ধরে নতুন বলে ভারতীয় বোলারদের পারফরম্যান্স, আরও স্পষ্টভাবে বললে উইকেট নেওয়ার ব্যর্থতা আলোচ্য বিষয় ছিল। এই সিরিজে সেই চিন্তা দূর হল। নতুন বলে প্রতি ম্যাচেই আগুন ঝরিয়েছে ভারতীয় দল।
সিরিজে ভারতীয় দলের বহু প্রাপ্তির মধ্যে চিন্তার বিষয় একটাই, বিরাট কোহলির ফর্ম। চোটের কারণে প্রথম ওয়ান ডে মিস করার পর, বাকি দুই ম্যাচে যথাক্রমে ১৬ ও ১৭ রানে আউট হন কোহলি। তার অফফর্ম না কাটাটা ভাবাবে ভারতীয় দলকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -