IND vs ENG: প্রস্তুতিতে নেমে পড়লেন বিরাটরা, নেটে আগুন ঝড়ালেন শামি, বুমরা

প্রস্তুতিতে বিরাট, শামি, বুমরারা

1/10
ইংল্যান্ডে পাড়ি দিয়েই প্রস্তুতিতে নেমে পড়ল ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের মাটিতে উড়ে গিয়েছিল ভারতীয় টেস্ট দল। (সব ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া)
2/10
একটি টেস্ট, তিনটি ওয়ান ডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে। বিরাট, বুমরারা গা ঘামালেন প্রস্তুতিতে।
3/10
অনুশীলনে শার্দুল ঠাকুর, শুভমন গিল, নভদীপ সাইনি প্রত্যেককেই দেখা গেল চেনা মেজাজে। আইপিএলের পর ফের তাঁরা মাঠে নামতে চলেছেন।
4/10
নজরে বিরাট কোহলিও। সমালোচকদের জবাব দিয়ে নিজের চেনা ছন্দে ফেরার জন্য আরও একটা সুযোগ বিরাটের সামনে।
5/10
ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামিকে দেখা গেল ফুটবল নিয়ে জাগলিং করতে।
6/10
গত বছর না হওয়া শেষ টেস্ট ম্যাচটি হবে এবার। আগামী ১ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট। ভারতীয় দলকে বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন বুমরা, শামি।
7/10
পন্থের নেতৃত্বে একটি ভারতীয় দল এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সেই দলের অনেকেই রয়েছে টেস্ট স্কোয়াডে তাঁরা ইংল্য়ান্ডে যোগ দেবেন সিরিজের পর।
8/10
চেতেশ্বর পূজারাকেও অনুশীলনে বেশ খোশমেজাজে দেখা গেল। কাউন্টিতে প্রচুর রান করে ফের জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন এই অভিজ্ঞ ব্যাটার।
9/10
আড়াই বছরের ওপরে নেই কোনও সেঞ্চুরি। ইংল্যান্ডের মাটিতে আসন্ন ম্যাচগুলোয় শতরান পেতে মরিয়া বিরাট। সেই লক্ষ্যে অবিচল তিনি।
10/10
আসন্ন সিরিজে রোহিত শর্মার নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া। যদিও রোহিত এখনও ইংল্যান্ডে যাননি। তিনি পরে দলের সঙ্গে যোগ দেবেন।
Sponsored Links by Taboola