IND vs IRE: কামব্য়াকেই ম্যাচের সেরা, ক্যাপ্টেন বুমরার নেতৃত্বে আইরিশদের হারাল টিম ইন্ডিয়া

India vs Ireland: আইপিএলে দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আগেই নজরে এসেছিলেন। এবার জাতীয় দলের গ্রহেও ঢুকে পড়লেন রিঙ্কু সিংহ। তাঁরও টি-টোয়েন্টিতে অভিষেক হয় গতকাল।

দুরন্ত পারফরম্যান্স যশপ্রীত বুমরার (ছবি: ইনস্টাগ্রাম)

1/9
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ছিল বৃষ্টিবিঘ্নিত। সেই ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ২ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত।
2/9
ম্য়াচে সবার নজর ছিল যশপ্রীত বুমরার দিকে। ৩২৭ দিন পর ক্রিকেটে ফিরেছেন তারকা পেসার। আর কামব্যাক ম্যাচেই অধিনায়ক ছিলন বুমরা।
3/9
বল হাতে দুর্দান্ত পারফর্ম করলেন বুমরা। ২৪ রানের বিনিময়ে তুলে নিলেন ২ উইকেট। ৯টি ডট বল দেন তিনি।
4/9
তরুণ লেগস্পিনার রবি বিষ্ণোই ফের সুযোগ পেয়েই বাজিমাত করলেন। ২৪ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন।
5/9
এই ম্যাচে অভিষেক হয়েছিল ২ তরুণ ভারতীয় ক্রিকেটারের। তাঁদের মধ্য়ে অন্য়তম পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। বুমরার সঙ্গে বোলিংয়ে ওপেনিং করলেন প্রসিদ্ধই।
6/9
আইপিএলে দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আগেই নজরে এসেছিলেন। এবার জাতীয় দলের গ্রহেও ঢুকে পড়লেন রিঙ্কু সিংহ। তাঁরও টি-টোয়েন্টিতে অভিষেক হয় গতকাল।
7/9
ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান বোর্ডে তুলতে পারে আয়ারল্যান্ড।
8/9
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান খরচ করেছেন অর্শদীপ সিংহ। ৪ ওভারে ৩৫ রান খরচ করে ১ উইকেট নেন তিনি।
9/9
রান তাড়া করতে নেমে ভারতের স্কোর যখন ৬.৫ ওভারে ৪৭/২, তখন বৃষ্টি নামে। এরপর ডিএলএস মেথডে ২ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। সিরিজে তাঁরা ১-০ ব্যবধানে এগিয়ে এখন।
Sponsored Links by Taboola