IND vs IRE: কামব্য়াকেই ম্যাচের সেরা, ক্যাপ্টেন বুমরার নেতৃত্বে আইরিশদের হারাল টিম ইন্ডিয়া
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ছিল বৃষ্টিবিঘ্নিত। সেই ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ২ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্য়াচে সবার নজর ছিল যশপ্রীত বুমরার দিকে। ৩২৭ দিন পর ক্রিকেটে ফিরেছেন তারকা পেসার। আর কামব্যাক ম্যাচেই অধিনায়ক ছিলন বুমরা।
বল হাতে দুর্দান্ত পারফর্ম করলেন বুমরা। ২৪ রানের বিনিময়ে তুলে নিলেন ২ উইকেট। ৯টি ডট বল দেন তিনি।
তরুণ লেগস্পিনার রবি বিষ্ণোই ফের সুযোগ পেয়েই বাজিমাত করলেন। ২৪ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন।
এই ম্যাচে অভিষেক হয়েছিল ২ তরুণ ভারতীয় ক্রিকেটারের। তাঁদের মধ্য়ে অন্য়তম পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। বুমরার সঙ্গে বোলিংয়ে ওপেনিং করলেন প্রসিদ্ধই।
আইপিএলে দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আগেই নজরে এসেছিলেন। এবার জাতীয় দলের গ্রহেও ঢুকে পড়লেন রিঙ্কু সিংহ। তাঁরও টি-টোয়েন্টিতে অভিষেক হয় গতকাল।
ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান বোর্ডে তুলতে পারে আয়ারল্যান্ড।
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান খরচ করেছেন অর্শদীপ সিংহ। ৪ ওভারে ৩৫ রান খরচ করে ১ উইকেট নেন তিনি।
রান তাড়া করতে নেমে ভারতের স্কোর যখন ৬.৫ ওভারে ৪৭/২, তখন বৃষ্টি নামে। এরপর ডিএলএস মেথডে ২ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। সিরিজে তাঁরা ১-০ ব্যবধানে এগিয়ে এখন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -