Ind vs NZ- 1st T20 : কোন পথে কিউই-বধ ? দেখুন ছবিতে
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিং নেন রোহিত
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুরুতেই ঝটকা দেন ভুবনেশ্বর কুমার। আউট করেন ডি মিচেলকে
দুরন্ত ব্যাটিং করেন নিউজিল্যান্ডের অন্যতম স্তম্ভ মার্টিন গাপ্তিল। ৪২টি বল খেলে ৭০ রান তুলে নেন তিনি
তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দেন চ্যাপম্যান। ৫০ বল খেলে ৬৩ রান করেন তিনি
ভারতের সামনে ১৬৫ রানের লক্ষ্যমাত্রা রাখে কিউই-রা।
এই টার্গেট নিয়ে নেমে ভাল শুরু করে ভারত। রোহিত শর্মা ও কে এল রাহুলের জুটি প্রথম উইকেটে ৫০ রান তোলে
ব্যক্তিগত ১৫ রানের মাথায় আউট হয়ে যান রাহুল
এরপর ক্রিজে আসেন সূর্যকুমার যাদব
সূর্যকুমার ও রোহিতের জুটি ভাল ফাইট দেয়। ব্যক্তিগত ৪৮ রানের মাথায় আউট হয়ে যান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন । নিজের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান হিটম্য়ান।
দুরন্ত ইনিংস বেরিয়ে আসে সূর্যকুমারের ব্যাট থেকেও। ৪০ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংস সাজানো ৬টি চার ও ৩টি ছক্কায়। চার মেরে জয় ছিনিয়ে নেন পন্থ। প্রথম ম্যাচ ৫ উইকেটে জয় পায় ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -