Ind vs NZ: মাউন্ট মাউনগানুইয়ে হার্দিকদের অভ্যর্থনা জানাল মাওরি উপজাতি
BCCI: ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে মাউন্ট মাউনগানুইয়ে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল।
Indian Cricket Team Maori
1/10
ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে মাউন্ট মাউনগানুইয়ে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল।
2/10
সেখানে হার্দিক পাণ্ড্য়, ঋষভ পন্থদের অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন মাওরি উপজাতির সদস্যরা।
3/10
প্রথা মেনে বিদেশি অভ্যাগতদের স্বাগত জানালেন মাওরি উপজাতির প্রতিনিধিরা।
4/10
সেই অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন ভি ভি এস লক্ষ্মণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হেড কোচ রাহুল দ্রাবিড়কে এই সফরে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্রাবিড়ের পরিবর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশকে কোচিং করাচ্ছেন লক্ষ্মণ।
5/10
ভারতীয় ক্রিকেটারদের দেখা গিয়েছে খোশমেজাজে। ঈশান কিষাণ, যুজবেন্দ্র চাহালরা মাওরি উপজাতিদের প্রথা মেনে নিজেরাও মেতে ওঠেন।
6/10
টি-২০ বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টির দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। তাঁর বদলে এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ড্য।
7/10
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি বিরাট কোহলিকেও। তাঁকেও বিশ্রাম দেওয়া হয়েছে।
8/10
টি-টােয়েন্টি ফর্ম্যাটে হার্দিককে স্থায়ীভাবে অধিনায়ক করতে পারে ভারতীয় বোর্ড। সূত্রের খবর, রোহিত শর্মার পরিবর্তে কুড়ির ফর্ম্যাটের জন্য হার্দিক পাণ্ড্যকেই অধিনায়ক করা হতে পারে।
9/10
বিশ্ব ক্রিকেটে অনেক দলই এখন বিভিন্ন ফর্ম্যাটে তাঁদের আলাদা আলাদা অধিনায়ক রেখেছে। সেই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত প্রথম সারির ২ দলও। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডও সেই পথে হাঁটতে পারে।
10/10
অধিনায়ক হিসেবে গত আইপিএলে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছেন হার্দিক। তারপর থেকেই হার্দিককে জাতীয় দলের অধিনায়ক করার কথা চিন্তাভাবনা করছে ভারতীয় বোর্ডের একাংশ। ছবি সৌজন্য - বিসিসিআই
Published at : 19 Nov 2022 04:20 PM (IST)