Daily horoscope: কোন রাশির জাতকের চাকরির চিঠি এল বলে ? দেখে নিন আপনার রাশিফল কী বলছে
আজ আধ্যাত্মিক বিষয়ে চিন্তা বাড়বে, পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ থাকবে। অফিসে যেকোনও কাগজের ভুল আপনাকে ঝামেলায় ফেলতে পারে, তাই যে কাজই করুন না কেন, সাবধানে করুন, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কোনও বিবাদে জড়্য়ো পড়ৈর ঐগো আগে প্রতিটি দিক ভালোভাবে বিবেচনা করুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই দিনে আপনার পরিবারের মানুষদের সঙ্গে নিয়ে গণপতির পুজো করুন। মিষ্টি জাতীয় কিছু তৈরি করে নিবেদন করতে পারেন ঈশ্বরকে। চাকরিপ্রার্থীদের দায়িত্ব ও কর্তব্য গুরুত্ব সহকারে নিতে হবে। কোনও কোম্পানিতে চাকরি যদি অস্থায়ী হয়, তাহলে তা স্থায়ী হওয়ার বিষয়ে ভালো খবর পাওয়া যেতে পারে।
এই দিনে গুরুত্বপূর্ণ বিষয়ে বাধা আসতে পারে। অফিসে কাজের পাশাপাশি নথিপত্রও সুরক্ষিত রাখতে হবে, ক্ষতি ও চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সবাই মিলেমিশে থাকার চেষ্টা করুন, বিবাদের সম্ভাবনা রয়েছে।
এই দিনে যে কোনও অভাবী মেয়েদের বই দান করুন। ঈশ্বরের আশীর্বাদ পাবেন। অফিসের অন্য মানুষের কাজে যতটা সম্ভব হস্তক্ষেপ করবেন না। এছাড়াও, ধৈর্য হারাবেন না।
এই দিনে, ঘরে- বাইরে ভারসাম্য বজায় রেখে কাজ করতে হবে। অফিসে কাজের মানের দিকে মনোযোগ দিন, সামান্য কাজ করলেও তাতে ভুল করবেন না। ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে যদি কোনও চুক্তি করা বন্ধ হয়ে যায়, তাহলে ব্যক্তির সংঘাতে জড়াবেন না।
এই দিনে কৈজের চাপ খুবই থাকতে পারে। তবে আতঙ্কিত হলে কাজ নষ্ট হতে পারে। শুরুতেই কাজের তালিকা তৈরি করুন। গ্রহের অবস্থান আপনাকে অহংকারী প্রমাণ করতে পারে, তাই সহকর্মীদের সঙ্গে ভাল ব্যবহার বজায় রাখুন।
আজ, আপনাকে কাজের ক্ষেত্রে চোখ কান খোলা হবে। আপনি ধর্মীয় কাজে আগ্রহ অনুভব করবেন, সেই সাথে অভাবী কাউকে সাহায্য করুন, এটি খুব ভাল হবে। অফিসে আপনার সহকর্মীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তাই তাদের সাথে সতর্ক থাকুন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লোভ-লালসার জন্য ক্ষতির সম্মুখীন হতে পারেন।
ইতিবাচক চিন্তা করার চেষ্টা করুন এবং নেতিবাচক চিন্তা ত্যাগ করুন। সরাসরি রাজনীতি থেকে দূরে থাকাই শ্রেয়। আপনার পিছনের সহকর্মীরা আপনার ক্ষতি করতে পারে। বসের কাছে নালিশ করতে পারে। যারা বই সম্পর্কিত ব্যবসা করছেন তাদের জন্য দিনটি লাভজনক হতে চলেছে।
নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। যারা কেমিক্যাল সংক্রান্ত ব্যবসা করেন, তাদেরও তাঁদের ব্যবসার প্রচারের দিকে নজর দিতে হবে।
এই দিনে আপনার রোগের জন্য মানসিক দুশ্চিন্তা হতে পারে, সেই সঙ্গে কারও কথাকে মনের ওপরে নিবেন না।বাড়ি ও অফিস দুটোই সমন্বয় করতে হবে। যারা অর্থ সংক্রান্ত কাজে যুক্ত, তাদের জন্য দিনটি ভাল হতে পারে।
ফুড-বিজনেসে লাভ হতে পারে। মানসিক উত্তেজনা প্রশমিত করুন। নইলে বিপদ ঘটতে পারে। কর্মক্ষেত্রে সুফলের সম্ভাবনা
যাঁরা পরিবহনের ব্যবসা করেন, তাঁদের এই সময়ে লাভের পরিমাণ আগের তুলনায় কম হতে পারে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ চোখে সংক্রমণের সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশ ভাল থাকার কথা। টিম-ওয়ার্ক আপনাকে টার্গিট অ্যাচিভ করতে সাহায়্য করবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -