Ind vs NZ: ঘরের মাঠে অপ্রতিরোধ্য! টানা সাতটি ওয়ান ডে সিরিজ জয় ভারতের
রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে গিয়েছে ভারত। সিরিজে ২-০ এগিয়ে গিয়েছেন রোহিত শর্মারা।
ঘরের মাঠে কার্যত অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। দেশের মাটিতে টানা ৭টি ওয়ান ডে সিরিজ জিতল ভারত।
দেশের মাটিতে ভারত শেষবার ওয়ান ডে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। ২০১৯ সালে।
প্রথমে ব্যাট করে ১০৮ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে-তে এটা কিউয়িদের তৃতীয় সর্বনিম্ন স্কোর।
এই ম্যাচে তিন উইকেট নিয়েছেন মহম্মদ শামি। দেশের মাটিতে ওয়ান ডে-তে পঞ্চাশ উইকেট (৫২টি) হয়ে গেল বাংলার পেসারের।
রায়পুরে দ্বিতীয় ওয়ান ডে-তে নিউজিল্যান্ডকে (Ind vs NZ) একপেশেভাবে হারাল ভারত। ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল।
আপাতত ২-০ এগিয়ে ভারত। শেষ ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।
রোহিত শর্মা ও শুভমন গিল ভারতকে মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। মাত্র ৪৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। ৫১ রান করে ফেরেন তিনি।
৪০ রানে অপরাজিত ছিলেন শুভমন। বিরাট কোহলি বড় রান পাননি। ১১ রান করে ফেরেন। ঈশান কিষাণ ৮ রানে অপরাজিত ছিলেন। মাত্র ২০.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -