Ind vs NZ: ঘরের মাঠে অপ্রতিরোধ্য! টানা সাতটি ওয়ান ডে সিরিজ জয় ভারতের
Team India: রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দিল ভারত।
Team India
1/10
রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া।
2/10
তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে গিয়েছে ভারত। সিরিজে ২-০ এগিয়ে গিয়েছেন রোহিত শর্মারা।
3/10
ঘরের মাঠে কার্যত অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। দেশের মাটিতে টানা ৭টি ওয়ান ডে সিরিজ জিতল ভারত।
4/10
দেশের মাটিতে ভারত শেষবার ওয়ান ডে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। ২০১৯ সালে।
5/10
প্রথমে ব্যাট করে ১০৮ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে-তে এটা কিউয়িদের তৃতীয় সর্বনিম্ন স্কোর।
6/10
এই ম্যাচে তিন উইকেট নিয়েছেন মহম্মদ শামি। দেশের মাটিতে ওয়ান ডে-তে পঞ্চাশ উইকেট (৫২টি) হয়ে গেল বাংলার পেসারের।
7/10
রায়পুরে দ্বিতীয় ওয়ান ডে-তে নিউজিল্যান্ডকে (Ind vs NZ) একপেশেভাবে হারাল ভারত। ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল।
8/10
আপাতত ২-০ এগিয়ে ভারত। শেষ ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।
9/10
রোহিত শর্মা ও শুভমন গিল ভারতকে মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। মাত্র ৪৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। ৫১ রান করে ফেরেন তিনি।
10/10
৪০ রানে অপরাজিত ছিলেন শুভমন। বিরাট কোহলি বড় রান পাননি। ১১ রান করে ফেরেন। ঈশান কিষাণ ৮ রানে অপরাজিত ছিলেন। মাত্র ২০.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত।
Published at : 21 Jan 2023 09:57 PM (IST)