IND VS NZ: দ্রাবিড়ের কোচিংয়ে অনুশীলনে নেমে পড়লেন রোহিত, রাহুলরা
সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউয়ি দল। সেই সিরিজের জন্য অনুশীলন শুরু করে দিল ভারতীয় ক্রিকেট দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার পর এটাই টিম ইন্ডিয়ার প্রথম টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে, রোহিত শর্মা টিম ইন্ডিয়ার অধিনায়ক এবং কেএল রাহুলকে সহ-অধিনায়ক করা হয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে কাজ শুরু করে দিলেন রাহুল দ্রাবিড়। দলের অনুশীলনেও তাঁকে দেখা গেল।
রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হয়েছেন দ্রাবিড়়। এর আগে অনূর্ধ্ব ১৯ ও ভারতীয় এ দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।
দ্রাবিড়কে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ও তরুণ খেলোয়াড়দের বিভিন্ন পরামর্শ দিতে দেখা গিয়েছে।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ নভেম্বর। বুধবার জয়পুরে দুই দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি খেলা হবে। এরপর ১৯ নভেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি ও ২১ নভেম্বর তৃতীয় টি-টোয়েন্টি খেলা হবে।
ভারতীয় টি-টোয়েন্টি সহ-অধিনায়ক কে এল রাহুল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে খেলার বিষয়ে উচ্ছ্বসিত ও বলেছেন যে, প্রধান কোচ দ্রাবিড় ভাল 'টিম সংস্কৃতি' নিয়ে আসবেন তিনি।
এই সিরিজে ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর, প্রধান কোচ রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
২০২৩ সাল পর্যন্ত রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি রয়েছে। কোচ হিসেবে তিনি কতটা সাফল্য পান তা দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -