IND vs PAK, T20I Records: ভারত না পাকিস্তান, টি-টোয়েন্টিতে অতীত রেকর্ড কোন দলের পক্ষে?
IND vs PAK T20I: অতীতে মোট নয়বার টি-টোয়েন্টি ফর্ম্যাটে একে অপরের মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ২০০৭ সালের বিশ্বকাপে প্রথমবার দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল।
অতীতে টি-টোয়েন্টিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচগুলির ফলাফল (ছবি: আইসিসি)
1/9
২০০৭ সালের বিশ্বকাপে প্রথমবার ভারত ও পাকিস্তান টি-টোয়েন্টিতে একে অপরের মুখোমুখি হয়েছিল। ম্যাচ টাই হওয়ার পর বোল আউটে জেতে ভারত।
2/9
ওই একই বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ১৫৭ রান ডিফেন্ড করে বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া।
3/9
২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ৭১ রানের সুবাদে পাকিস্তানকে আট উইকেটে হারায় ভারত।
4/9
ওই একই বছর ভারতের সফরে টি-টোয়েন্টিতে পাকিস্তান জয়ী হয়। ভারতের ১৩৩ রানের জবাবে মহম্মদ হাফিজের ৬১ ও শোয়েব মালিকের ৫৭ রানে ভর করে জেতে পাকিস্তান।
5/9
সেই সিরিজেরই ঠিক পরের ম্যাচে যুবরাজ সিংহের দুরন্ত ৭২ রানের সুবাদে ১৯২ রান তোলে ভারত। অশোক ডিন্ডার তিন উইকেটের সুবাদে ১০ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
6/9
এরপরের লড়াই ২০১৪ সালের বিশ্বকাপ। পাকিস্তানের ১৩০ রানের জবাবে ভারত সাত উইকেটে ম্যাচ জেতে। সুরেশ রায়না ৩৫ রান করেন।
7/9
২০১৬ সালের এশিয়া কাপে হার্দিক পাণ্ড্যর আট রানের বিনিময়ে তিন উইকেটের স্পেলে পাকিস্তান মাত্র ৮৩ রানেই অলআউট হয়ে যায়। পাঁচ উইকেটে ম্যাচ জেতে ভারত।
8/9
একই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের ব্যর্থ হয় পাকিস্তান ব্যাটিং। মাত্র ১১৮ রান করে পাকিস্তান। বিরাটের ৫৫ রানের ইনিংসে চার উইকেটে ম্যাচ জেতে ভারত।
9/9
গত বছরে দুবাইয়ে ভারত কোনওরকমে ১৫০-র গণ্ডি পার করে। বিরাট অর্ধশতরান হাঁকান বটে। তবে পাকিস্তান বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের সুবাদে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয়।
Published at : 28 Aug 2022 07:45 PM (IST)