IND vs PAK, T20I Records: ভারত না পাকিস্তান, টি-টোয়েন্টিতে অতীত রেকর্ড কোন দলের পক্ষে?
২০০৭ সালের বিশ্বকাপে প্রথমবার ভারত ও পাকিস্তান টি-টোয়েন্টিতে একে অপরের মুখোমুখি হয়েছিল। ম্যাচ টাই হওয়ার পর বোল আউটে জেতে ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওই একই বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ১৫৭ রান ডিফেন্ড করে বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া।
২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ৭১ রানের সুবাদে পাকিস্তানকে আট উইকেটে হারায় ভারত।
ওই একই বছর ভারতের সফরে টি-টোয়েন্টিতে পাকিস্তান জয়ী হয়। ভারতের ১৩৩ রানের জবাবে মহম্মদ হাফিজের ৬১ ও শোয়েব মালিকের ৫৭ রানে ভর করে জেতে পাকিস্তান।
সেই সিরিজেরই ঠিক পরের ম্যাচে যুবরাজ সিংহের দুরন্ত ৭২ রানের সুবাদে ১৯২ রান তোলে ভারত। অশোক ডিন্ডার তিন উইকেটের সুবাদে ১০ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
এরপরের লড়াই ২০১৪ সালের বিশ্বকাপ। পাকিস্তানের ১৩০ রানের জবাবে ভারত সাত উইকেটে ম্যাচ জেতে। সুরেশ রায়না ৩৫ রান করেন।
২০১৬ সালের এশিয়া কাপে হার্দিক পাণ্ড্যর আট রানের বিনিময়ে তিন উইকেটের স্পেলে পাকিস্তান মাত্র ৮৩ রানেই অলআউট হয়ে যায়। পাঁচ উইকেটে ম্যাচ জেতে ভারত।
একই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের ব্যর্থ হয় পাকিস্তান ব্যাটিং। মাত্র ১১৮ রান করে পাকিস্তান। বিরাটের ৫৫ রানের ইনিংসে চার উইকেটে ম্যাচ জেতে ভারত।
গত বছরে দুবাইয়ে ভারত কোনওরকমে ১৫০-র গণ্ডি পার করে। বিরাট অর্ধশতরান হাঁকান বটে। তবে পাকিস্তান বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের সুবাদে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -