IND vs SA: কাজে এল না ঈশানের অর্ধশতরান, মিলার-ডুসেন ঝড়ে হার ভারতের
ডি ককের উইকেট নেওয়ার পর সেলিব্রেশন অক্ষর পটেলের যদিও তা কাজে এল না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্রমশ বিপজ্জ্বনক হয়ে ওঠা প্রিটোরিয়াসকে ফিরিয়ে দিয়েছিলেন হর্ষল পটেল। কিন্তু এদিন দলকে জেতাতে পারলেন না।
দক্ষিণ আফ্রিকা শিবিরে প্রথম আঘাত হানেন ভুবনেশ্বর কুমার। তিনি ফিরিয়ে দেন টেম্বা বাভুমাকে।
মারমুখি মেজাজে এদিন ব্যাট করলেন ডেভিড মিলার। ৩১ বলে অপরাজিত ৬৪ করেন তিনি।
রাসি ভ্যান ডার ডুসেনের ব্যাটও যেন শান দেওয়া তলোয়াড়। তিনিও ৪৬ বলে ৭৫ করে অপরাজিত থাকেন।
২ জনে মিলে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন। ম্যাচের পর একসঙ্গে মাঠ ছাড়লেন ২ প্রোটিয়া।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৪ উইকেট হারিয়ে ২১১ রান বোর্ডে তুলে নেয়। ঈশান কিষাণ অর্ধশতরানের ইনিংস খেলেন।
নিজের ইনিংসে ১১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান ঈশান। ৪৮ বলে ৭৬ রান করেন এই বাঁহাতি।
শ্রেয়স আইয়ার ৩৬ রান করেন। হার্দিক পাণ্ড্য লোয়ার অর্ডারে নেমে ১২ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।
এই ম্যাচ হারের ফলে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল ভারতীয় দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -