IND vs SA: কটকে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হার্দিক, শ্রেয়সরা
আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে ভারত। তার আগে সাংবাদিক সম্মেলনে ভুবনেশ্বর কুমার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় দলের অনুশীলনে উমরান মালিক। আগুনে গতির বলে অনুশীলনেও তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
বিরাট কোহলির অনুপস্থিতিতে শ্রেয়স আইয়ার তিন নম্বর পজিশনে ব্যাট করছেন এই সিরিজে। তাঁকেও ছন্দে পাওয়া গেল অনুশীলনে।
জানা গিয়েছে যে, অনুশীলনে নেটে অধিনায়ক ঋষভ পন্থের ব্যাট ভেঙে দিয়েছেন উমরান তাঁর দুরন্ত গতির বলে।
সাংবাদিক বৈঠকে ভুবনেশ্বর কুমারকে প্রশ্ন করা হয়েছিল যে ডেভিড মিলারকে আটকানাের কী পরিকল্পনা? তাতে ভুবি বলেন যে, ''আমি ওঁদের ম্যানেজমেন্টকে অনুরোধ করব যাতে ওঁকে না খেলানো হয়।''
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে বড় রান বোর্ডে তুলেও হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে।
রোহিত, রাহুলরা নেই। এই পরিস্থিতিতে আগামী চারটে টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মিডল অর্ডারের কাছেও বড় পরীক্ষা।
ক্যাপ্টেন পন্থের জাতীয় দলে সফরের শুরুটা ভাল হয়নি। নিজে ব্যাটে বড় রানও পাননি। এই পরিস্থিতিে আজ জয় ছিনিয়ে নিতে মরিয়া থাকবেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -