IND vs SA 2nd T20I: ১৬ রানে ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইতিহাস সৃষ্টি করল ভারত
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে বাধ্য হলেও, ভারতীয় ওপেনাররা শুরুটা দারুণ করেন। রোহিত শর্মা ও কেএল রাহুল ৯৬ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোহিত ৪৩ রানে আউট হলেও কেএল কিন্তু অর্ধশতরান হাতছাড়া করেননি। তিনি ৫৭ রান করেন।
ওপেনারদের গড়া ভিতে ইমারত বানান সূর্যকুমার যাদব ও বিরাট কোহলি। সূর্যকুমার ও বিরাট তৃতীয় উইকেটে শতরানের পার্টনারশিপ গড়েনয
সূর্য ২২ বলে ৬১ রানের একটি ঝোড়ে ইনিংস খেলেন। এই ইনিংসের ফলে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাজার রানও পূর্ণ করে ফেলেন সূর্য।
কোহলি এই ম্যাচেই প্রথম ভারতীয় হিসাবে টি-টোয়েন্টিতে ১১ হাজার রান পূর্ণ করেন। তিনি ৪৯ রানে অপরাজিত থাকেন।
দীনেশ কার্তিকও শেষের দিকে ১৭ রানের ছোট্ট ইনিংস খেলেন। বিশ ওভারে ভারত তিন উইকেটের বিনিময়ে ২৩৭ রান তোলে।
জবাবে দক্ষিণ আফ্রিকান ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া সাফল্য পান অর্শদীপ। বাভুমা ও রুসোকে শূন্য রানে ফেরান তিনি।
তবে তৃতীয় উইকেটের পার্টনারশিপে ডি কক ও মিলার রুখে দাঁড়ান। ১৭৪ রানের পার্টনারশিপে লড়াই চালান দুইজনে।
মিলার ১০৬ রানে অপরাজিত থাকেন, ডি কক করেন ৬৯ রান।
তা সত্ত্বেও ২২১ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ১৬ রানে ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করে ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -