Google Pixel 7 Series: গুগল পিক্সেল ৭ সিরিজের প্রি-বুকিং শুরু হচ্ছে ভারতে

Google Pixel Smartphone: গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭ প্রো- এই দুই ফোন লঞ্চ হবে গুগল পিক্সেল ৭ সিরিজে।

গুগল পিক্সেল ৭ সিরিজ

1/10
ভারতে আগামী ৬ অক্টোবর রাত ৯টা ৩০মিনিট থেকে গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনের জন্য প্রি-বুকিং করা সম্ভব হবে ফ্লিপকার্টের মাধ্যমে।
2/10
জানা গিয়েছে নেক্সট জেনারেশনের গুগল টেনসর জি২ প্রসেসর থাকতে চলেছে গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনে।
3/10
গুগল পিক্সেল ৩ এবং পিক্সেল 3XL- এই দুই ফোনের পর গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনই ফ্ল্যাগশিপ মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে।
4/10
গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭ প্রো- এই দুই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং কালার অপশন ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে গুগল।
5/10
গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো- এই দুই ফোনের প্রি-অর্ডারের দিনক্ষণ জানা গেলেও দাম এবং লঞ্চের তারিখ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।
6/10
গুগল পিক্সেল ৭ লঞ্চ হতে পারে Lemongrass কালার শেডে। অন্যদিকে গুগল পিক্সেল ৭ প্রো ফোন লঞ্চ হতে পারে Obsidian, Snow এবং Hazel- এই দুই রঙে।
7/10
গুগল পিক্সেল ৭ ফোনে থাকতে পারে একটি ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ।
8/10
গুগল পিক্সেল ৭ প্রো ফোনে একটি ৬.৭ ইঞ্চির QHD+ OLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২৯ হার্টজ।
9/10
৬ অক্টোবর গ্লোবাল মার্কেটেও 'Made By Google' ইভেন্টের মাধ্যমে গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭ প্রো- এই দুই ফোন প্রকাশ্যে আনবে গুগল কর্তৃপক্ষ।
10/10
আমেরিকার থেকে ভারতে গুগল পিক্সেল ৭ সিরিজের দু'টি ফোনের দাম কিছুটা বেশি হতে পারে বলে শোনা গিয়েছে।
Sponsored Links by Taboola