Rishabh Pant Records: ভেঙে গেল ধোনির রেকর্ড, পন্থের ব্যাট তৈরি করল নতুন নজির
কেপ টাউনে অনবদ্য সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ। তাঁর অপরাজিত ১০০ রানের ইনিংসই তৃতীয় টেস্টে লড়াইয়ে রাখল ভারতকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশেষ পর্যন্ত ১৩৯ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন পন্থ। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।
প্রথম ভারতীয় উইকেটকিপার হিসাবে দক্ষিণ আফ্রিকায় টেস্টে সেঞ্চুরি করলেন পন্থ। কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিরও যে নজির নেই।
সেনা (SENA) নামে পরিচিত দেশ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এশীয় উইকেটকিপারদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির নজির গড়লেন পন্থ।
একমাত্র ভারতীয় উইকেটকিপার হিসাবে এশিয়ার বাইরে তিনটি সেঞ্চুরি রয়েছে তাঁর।
শুধু ভারতের নয়, এশিয়ার প্রথম উইকেটকিপার হিসাবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করলেন পন্থ।
সেনা (SENA) দেশে পাকিস্তানের মঈন খানের জোড়ো টেস্ট সেঞ্চুরি ছিল। সেই রেকর্ডটা ভেঙে দিলেন পন্থ।
পন্থের দাপটেই ২১১ রানের লিড নিয়েছে ভারত। কেপ টাউনে এবার পরীক্ষা ভারতীয় বোলারদের। ছবি - বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -