Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs SA: অভিশপ্ত ১৫৩! ১১ বলে ৬ উইকেট হারাল ভারত, কেপ টাউনে পেসারদের দাদাগিরি
তেম্বা বাভুমা (Temba Bavuma) চোটের জন্য ছিটকে যাওয়ায় তাঁর কাঁধে উঠেছে নেতৃত্বের গুরুদায়িত্ব। কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে নেমে ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর দক্ষিণ আফ্রিকার (IND vs SA) অধিনায়ক ডিন এলগার কি ঘুণাক্ষরেও আঁচ পেয়েছিলেন যে, কী বিপর্যয় তাঁর দলের জন্য অপেক্ষা করে রয়েছে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাত্র ৫৫ রানে প্রথম ইনিংস শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এটাই টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রানের ইনিংস।
তবে খুব একটা স্বস্তিতে রইল না ভারতও। ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১৫৩ রানে।
দক্ষিণ আফ্রিকার চেয়ে ৯৮ রানের লিড নিল ভারত। যদিও একটা সময় মনে করা হয়েছিল যে, ভারতের ইনিংস তিনশোর গণ্ডি পেরিয়ে যাবে।
শুরুতেই কোনও রান না করে যশস্বী জয়সওয়াল ফিরলেও, ইনিংসের হাল ধরেছিলেন রোহিত শর্মা ও শুভমন গিল। রোহিত শর্মা ৩৯ রান করে ফেরার পর ক্রিজে গিয়ে সাবলীল ব্যাটিং করতে থাকেন বিরাট কোহলিও। শুভমন গিল ৩৬ ও কোহলি ৪৬ রান করে ফেরেন।
তবে সব হিসেব উল্টে যায় ভারতের স্কোরবোর্ডে যখন ১৫৩ রান উঠেছে। অভিশপ্ত ১৫৩ বলছেন যাকে অনেকে। কারণ, ১৫৩ রানেই শেষ ৬ উইকেট হারায় ভারত! ১৫৩/৪ থেকে ১৫৩ রানেই অল আউট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তিন উইকেট হারিয়ে বসেছে। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর ৬২/৩। ভারতের চেয়ে এখনও ৩৬ রানে পিছিয়ে প্রোটিয়ারা।
চমকে উঠতে হয়, কারণ, কেপ টাউনে একদিনেই এত কাণ্ড ঘটে গিয়েছে। প্রথম দিনে পড়েছে ২৩ উইকেট। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৫১ সালের পর এই প্রথম কোনও টেস্ট ম্যাচের প্রথম দিনে এত বেশি উইকেট পড়ল। ১৯০২ সালে মেলবোর্নে অ্যাশেজ় সিরিজে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টে প্রথম দিনে পড়েছিল ২৫ উইকেট। টেস্ট ম্যাচে সেটাই সর্বকালীন রেকর্ড।
দ্বিতীয় স্থানে জায়গা করে নিল কেপ টাউন টেস্ট। এছাড়া ১৯৫১ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ় টেস্টে প্রথম দিনে পড়েছিল ২২ উইকেট। তার আগে ১৮৯০ সালে ওভালে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টেস্টে প্রথম দিনে পড়েছিল ২২ উইকেট। ১৮৯৬ সালে এবেখায় দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড টেস্টে প্রথম দিনে পড়েছিল ২১ উইকেট। তালিকায় পঞ্চম স্থানে সেটি।
টেস্টে একদিনে সবচেয়ে বেশি উইকেট পড়েছিল ১৮৮৮ সালে লর্ডসে। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টেস্টের দ্বিতীয় দিন পড়েছিল ২৭ উইকেট। ১৯০২ সালে মেলবোর্নে অ্যাশেজ় সিরিজে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টে প্রথম দিনে পড়েছিল ২৫ উইকেট (উপরে উল্লিখিত)। ১৮৯৬ সালে ওভালে অ্যাশেজ় সিরিজের টেস্টে দ্বিতীয় দিনে পড়েছিল ২৪ উইকেট। তালিকায় তৃতীয় স্থানে সেটি। ২০১৮ সালে বেঙ্গালুরুতে ভারত-আফগানিস্তান টেস্টের দ্বিতীয় দিন পড়েছিল ২৪ উইকেট। কেপ টাউনেই ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া টেস্টের দ্বিতীয় দিন পড়েছিল ২৩ উইকেট। তারপরই ভারত-দক্ষিণ আফ্রিকা চলতি টেস্টের প্রথম দিনের পরিসংখ্যান। (ছবি - পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -