Ind vs SA: ক্লাসেন ঝড়ে বিধ্বস্ত টিম ইন্ডিয়া, পিছিয়ে পড়ল টি-টোয়েন্টি সিরিজেও
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC)। তার আগে অশনি সংকেত ভারতীয় শিবিরে (Team India)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচে হেরে গেল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ০-২ পিছিয়ে গেলেন ঋষভ পন্থরা (Rishabh Pant)।
১০ বল বাকি থাকতে যে রান তুলে দিলেন প্রোটিয়ারা। সেই সঙ্গে তেম্বা বাভুমারা ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন সিরিজে।
রবিবার দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে যখন নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে ভারত, তখন ৩৫ বলে ৪০ রান করেছেন শ্রেয়স। তিন নম্বরে নেমে ২টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। শ্রেয়সই রবিবার ভারতের সর্বোচ্চ স্কোরার।
শ্রেয়সের ইনিংসের পরেও একটা সময় যখন ভারতের স্কোর ১১২/৬, এবং হাতে পড়ে মাত্র ১৮ বল, অনেকে ধরেই নিয়েছিলেন যে, বড় স্কোর করতে পারবে না ভারত। সেখান থেকে পাল্টা আক্রমণ শুরু করেন ডিকে। ২১ বলে ৩০ রান করে অপরাজিত রইলেন তিনি। তাঁর জন্যই ২০ ওভারের শেষে ভারতের স্কোর পৌঁছয় ১৪৮/৬। যা লড়াই করার সুযোগ করে দিয়েছিল ভারতীয় বোলারদের।
বল করতে নেমে অবশ্য একমাত্র ভুবনেশ্বর কুমার ছাড়া আর কেউই নজর কাড়তে পারেননি। ৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট নেন ভুবি। কিন্তু হেনরিক ক্লাসেন ৪৬ বলে ৮১ রান করে ভারতের লড়াইয়ের স্বপ্নের সলিল সমাধি ঘটান।
শ্রেয়স আইয়ারের ব্যাট হাতে লড়াই বা ভুবির স্পেল ভারতীয় দলকে ম্যাচ জেতাতে ব্যর্থ।
এই হারের ফলে ০-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া।
৮১ রান করে ম্যাচের সেরা হয়েছেন হেনরিক ক্লাসেন। ছবি - বিসিসিআই ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -