Rahul Dravid: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় ব্যাটারদের সাফল্যের মন্ত্র কী হবে, বলে দিলেন কিংবদন্তি
দক্ষিণ আফ্রিকা সফর শুরু হচ্ছে ভারতের। বুধবারই সীমিত ওভারের সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় ক্রিকেটারেরা প্রোটিয়াদের দেশের উদ্দেশে পাড়ি দিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি করে ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। সব শেষে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
টি-টোয়েন্টি ও ওয়ান ডে দলে রাখা হয়নি রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা-সহ বিশ্বকাপে খেলা একাধিক তারকা ক্রিকেটারকে।
দক্ষিণ আফ্রিকা মানেই গতিসম্পন্ন, বাউন্সি পিচ। যেখানে পেসারদের জন্য থাকবে বাড়তি সুবিধা। দক্ষিণ আফ্রিকায় বরাবর সমস্যায় পড়েছে ভারতীয় ব্যাটিং।
দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ব্যাটাররা কীভাবে খেলবেন, কী হবে প্রোটিয়া ভূমে ব্যাট হাতে সফল হওয়ার মূল মন্ত্র, জানালেন জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।
স্টার স্পোর্টসে একটি অনুষ্ঠানে দ্রাবিড় বলেছেন, 'দক্ষিণ আফ্রিকায় ব্যাট করা কঠিন। রেকর্ড দেখলেই সেটা পরিষ্কার হয়ে যাবে। ব্যাটিংয়ের জন্য বিশ্বের অন্যতম কঠিন জায়গা। বিশেষ করে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে।'
দ্রাবিড় বলেছেন, 'এখানে কীভাবে ব্যাটিং করবে, প্রত্যেকের সেটা নিয়ে আলাদা পরিকল্পনা থাকা উচিত। যতক্ষণ তারা নিজেদের ভূমিকা, পরিকল্পনা নিয়ে পরিষ্কার রয়েছে এবং সেটা নিয়ে অনুশীলনও করছে, ততক্ষণ সব ঠিক আছে।'
ভারতীয় দলের হেড কোচ আরও বলেছেন, 'সবার থেকে এক প্রত্যাশা রাখা ঠিক নয়। আমরা চাই সকলে নিজেদের জন্য সেরা পরিকল্পনা তৈরি করুক আর দেখুক সেটা কাজে দিচ্ছে কি না। মাঠে নেমে পড়লে পুরোটাই মানসিক ব্যাপার।'
দক্ষিণ আফ্রিকায় তিনি নিজে ব্যাট হাতে সফল। ঈর্ষণীয় রেকর্ড রয়েছে। সেই দ্রাবিড় বলছেন, 'দক্ষিণ আফ্রিকায় ক্রিজে একবার সেট হয়ে গেলে নিশ্চিত করতে হবে যেন দলকে জিতিয়ে মাঠ ছাড়া যায়।'
বিশ্বকাপের পরই কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি হয়েছে দ্রাবিড়ের সঙ্গে। যদিও দ্য ওয়াল নিজে জানিয়েছেন, তিনি এখনও কোনও চুক্তিপত্রে সই করেননি। - পিটিআই ফাইল চিত্র
- - - - - - - - - Advertisement - - - - - - - - -