IND vs SA Records: কোহলির রেকর্ড স্পর্শ করার সুযোগ সূর্যকুমারের, মঙ্গলবারই কি মোক্ষলাভ?
টি-টোয়েন্টি ক্রিকেটে নজিরের সামনে দাঁড়িয়ে সূর্যকুমার যাদব। আর ১৫ রান করলে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রান পূর্ণ হবে তাঁর। ভারতের হয়ে বিরাট কোহলি সবচেয়ে কম ইনিংসে (৫৬) টি-টোয়েন্টিতে ২ হাজার রান করেছেন। ৫৫ ইনিংসে ১৯৮৫ রান স্কাইয়ের। মঙ্গলবার কোহলিকে স্পর্শ করার সুযোগ সূর্যকুমারের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত।
তবে ডারবানে বৃষ্টির জন্য রবিবার প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছে। টস পর্যন্ত হয়নি।
মঙ্গলবার এবেখায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা।
সামনের বছর ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। তার আগে ভারতের হাতে পড়ে রয়েছে আর পাঁচটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।
দলের কম্বিনেশন ঠিক করে ফেলতে মরিয়া ভারতীয় শিবির। আর সেই কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ বাড়তি গুরুত্ব পাচ্ছে টিম ইন্ডিয়ার কাছে।
এবেখার এই মাঠে এখনও পর্যন্ত আটটি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে।
প্রথমে ব্যাট করা দল এই মাঠে জিতেছে চারটি ম্যাচ। রান তাড়া করা দল জিতেছে চারটি ম্যাচ।
তবে এই মাঠে খুব বেশি রান ওঠার নজির নেই। প্রথমে ব্যাট করলে এই মাঠে গড় ১৩০ রান ওঠে।
দ্বিতীয় ইনিংসে এই মাঠে গড়ে ১১১ রান ওঠে। মঙ্গলবার কী হবে? ছবি - বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -