IND vs SA: পাঁচবারেও হয়নি, কেপটাউনে 'বিরাট মিশন' সফল হবে?
কেপটাউনে প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। অনুশীলনে দেখা গেল বিরাট কোহলিকে। (সব ছবি সৌজন্যে বিসিসিআই))
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগের ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন কে এল রাহুল। যদিও ম্যাচে হারতে হয়েছে ভারতকে। এই ম্যাচে কোহলিই দায়িত্ব সামলাবেন।
ওপেনিংয়ে আরও একট সুযোগ পাচ্ছেন ময়ঙ্ক অগ্রবাল নিজেকে প্রমাণ করার।
আগের ম্যাচে অর্ধশতরান করেছেন চেতেশ্বর পূজারা। কেপটাউনে কোচ দ্রাবিড়ের সঙ্গে আলাপচারিতায় তিনি।
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের লক্ষ্য রয়েছে টিম ইন্ডিয়ার। এছাড়াও আরও একটি মিশন রয়েছে ভারতীয় দলের।
এর আগে কেপটাউনের মাটিতে ৫ বার টেস্ট ম্যাচ খেলেছে ভারতীয় দল। কিন্তু কোনোবারই জয় হাসিল করতে পারেনি।
৩ ম্যাচে হেরেছে ও ২ ম্যাচ ড্র করেছে টিম ইন্ডিয়া। কাল থেকে শুরু কেপটাউন টেস্ট জিতে সেই অধরা মাধুরী অর্জন করতে চাইবে বিরাট বাহিনী।
পেস বিভাগে মহম্মদ শামির দিকেই তাকিয়ে থাকবে ভারতীয় শিবির। তিনি ও বুমরা ছাড়াও কেপটাউনে ইশান্ত শর্মাকে দেখা যেতে পারে প্রথম একাদশে।
ওয়ান্ডারার্সে অর্ধশতরান করে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন অজিঙ্ক রাহানে। এই মুহূর্তে কেরিয়ারে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।
২ বছরের ওপরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি নেই বিরাট কোহলিরও। প্রথম টেস্টে ২ ইনিংসে ভাল শুরু করেও আউট হতে হয়েছে। কেপটাউনে রান আসবে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -