Ind vs SL 2021: কোয়ারেন্টিন কাটিয়ে শ্রীলঙ্কায় প্র্যাক্টিসে নেমে পড়লেন ধবন-হার্দিকরা
শ্রীলঙ্কায় পৌঁছনোর পর কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে প্র্যাক্টিসে নেমে পড়লেন শিখর ধবন-হার্দিক পাণ্ড্য-যুজবেন্দ্র চাহালরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহোটেলের সুইমিং পুলে সাঁতারের বিশেষ সেশনও ছিল ভারতীয় ক্রিকেটারদের।
বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল ইংল্যান্ড সফরে ব্যস্ত। শ্রীলঙ্কায় তাই শিখর ধবনকে অধিনায়ক এবং রাহুল দ্রাবিড়কে কোচ করে পাঠানো হয়েছে।
শুক্রবারই শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা ভারতের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে সিরিজ খেলতে হবে বলে ক্ষোভ প্রকাশ করেছেন।
আসন্ন সিরিজে দ্বিতীয় সারির ভারতীয় দলের বিরুদ্ধে খেলা মানে আদতে লঙ্কা ক্রিকেট বোর্ডের অপমান করা বলে মনে করছেন রণতুঙ্গা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ড সিরিজ শুরুর আগে বেশিদিন সময় ছিল না। তাই বিলেতেই রয়ে গিয়েছেন অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা-রা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।
১৩ জুলাই ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ধবনদের শ্রীলঙ্কা সফর।
জৈব সুরক্ষা বলয়ের কড়া বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে ভারতীয় দলকে।
নিয়মিত দলের ক্রিকেটারেরা না থাকলেও ভাল পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী ধবনরা। ছবি: বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -