Asia Cup Final: অষ্টমবারের জন্য এশিয়া সেরা ভারত, কলম্বোয় কোন পথে এল জয়?
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত। ৫ বছর পর ফের এশিয়া সেরা হল টিম ইন্ডিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসব মিলিয়ে অষ্টমবারের জন্য এশিয়া কাপ জিতল ভারত। এতবার ট্রফি জেতেনি এশিয়ার কোনও দল।
রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাটিং নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। সেই সময় মনে হয়েছিল, টস জিতে ম্যাচেও কিছুটা এগিয়ে গেল শ্রীলঙ্কা।
কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন ভারতীয় বোলাররা। বিশেষ করে মহম্মদ সিরাজ়।
যশপ্রীত বুমরা শুরুতেই কুশল পেরেরাকে ফিরিয়ে শ্রীলঙ্কা শিবিরকে ধাক্কা দেন। তারপর সিরাজ় ম্যাজিক।
রবিবার কলম্বোয় তাঁর বোলিং পরিসংখ্যান ৭-১-২১-৬। হায়দরাবাদের পেসারের ধাক্কায় ধ্বংস শ্রীলঙ্কা। রেকর্ডের ছড়াছড়ি।
এক ওভারে ৪ উইকেট নিলেন সিরাজ়। ৩ উইকেট নিলেন হার্দিক পাণ্ড্য।
প্রথমে ব্যাট করে ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ওয়ান ডে ক্রিকেটে তাদের সর্বনিম্ন স্কোর।
মাত্র ৬.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত। শুভমন গিল ২৭ ও ঈশান কিষাণ ২৩ রানে অপরাজিত ছিলেন।
২৬৩ বল বাকি থাকতে ম্যাচ জেতে ভারত। বল বাকি থাকার নিরিখে এটাই ওয়ান ডে ক্রিকেটে ভারতের বৃহত্তম জয়। ম্যাচের সেরা সিরাজ়। টুর্নামেন্টের সেরা হয়েছেন কুলদীপ যাদব। ছবি - বিসিসিআই, আইসিসি, পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -