IND vs SL: গোলাপি বলের টেস্টেই কি ফের আসবে বিরাট প্রতীক্ষার শতরানের ইনিংস?
বেঙ্গালুরুতে কাল থেকে শুরু গোলাপি বলের টেস্ট। তার আগে চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন বিরাট কোহলি। (সব ছবি বিরাট কোহলির সোশ্যাল মিডিয়া)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনেটে বলও করলেন বিরাট। নিজের ছবি পোস্ট করে বিরাট ক্যাপশনে লিখেছেন, ''আবার বেঙ্গালুরুতে ফিরলাম। কালকের ম্যাচের জন্য় অধীর আগ্রহে অপেক্ষা করছি।''
বিরাটের কাছে এই টেস্ট অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আগের ম্যাচেই যেমন নিজের একশো তম টেস্ট খেলেছিলেন বিরাট, তেমনই এই ম্যাচও অন্য আরেকটি কারণে গুরুত্বপূর্ণ।
প্রায় আড়াই বছর ধরে বিরাটের ব্যাটে নেই কোনও সেঞ্চুরি। শেষবার গোলাপি বলের টেস্টেই এসেছিল আন্তর্জাতিক মঞ্চে শেষ শতরান।
কাল থেকে আরও একটি গোলাপি বলের টেস্ট শুরু। তবে কি দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে?
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ প্রতিক্ষিত ৭১ তম সেঞ্চুরি কবে পাবেন বিরাট, তা নিয়েই আগ্রহ সবার।
নেটে যেভাবে ব্যাট করলেন দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতিতে, তাতে বোঝাই যাচ্ছে যে আর কোনও ভুল তিনি করতে চান না।
সেক্ষেত্রে কেরিয়ারের ১০১ তম টেস্টে খেলতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে ৭১ তম শতরান পাওয়ার অপেক্ষায় বিরাট। এমনকী অগুনতি বিরাট সমর্থকরাও।
উল্লেখ্য, ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে শেষ আন্তর্জাতিক শতরান হাঁকিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -