IND vs SL: গোলাপি বলের টেস্টেই কি ফের আসবে বিরাট প্রতীক্ষার শতরানের ইনিংস?
বিরাট কোহলি অনুশীলনে
1/9
বেঙ্গালুরুতে কাল থেকে শুরু গোলাপি বলের টেস্ট। তার আগে চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন বিরাট কোহলি। (সব ছবি বিরাট কোহলির সোশ্যাল মিডিয়া)
2/9
নেটে বলও করলেন বিরাট। নিজের ছবি পোস্ট করে বিরাট ক্যাপশনে লিখেছেন, ''আবার বেঙ্গালুরুতে ফিরলাম। কালকের ম্যাচের জন্য় অধীর আগ্রহে অপেক্ষা করছি।''
3/9
বিরাটের কাছে এই টেস্ট অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আগের ম্যাচেই যেমন নিজের একশো তম টেস্ট খেলেছিলেন বিরাট, তেমনই এই ম্যাচও অন্য আরেকটি কারণে গুরুত্বপূর্ণ।
4/9
প্রায় আড়াই বছর ধরে বিরাটের ব্যাটে নেই কোনও সেঞ্চুরি। শেষবার গোলাপি বলের টেস্টেই এসেছিল আন্তর্জাতিক মঞ্চে শেষ শতরান।
5/9
কাল থেকে আরও একটি গোলাপি বলের টেস্ট শুরু। তবে কি দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে?
6/9
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ প্রতিক্ষিত ৭১ তম সেঞ্চুরি কবে পাবেন বিরাট, তা নিয়েই আগ্রহ সবার।
7/9
নেটে যেভাবে ব্যাট করলেন দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতিতে, তাতে বোঝাই যাচ্ছে যে আর কোনও ভুল তিনি করতে চান না।
8/9
সেক্ষেত্রে কেরিয়ারের ১০১ তম টেস্টে খেলতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে ৭১ তম শতরান পাওয়ার অপেক্ষায় বিরাট। এমনকী অগুনতি বিরাট সমর্থকরাও।
9/9
উল্লেখ্য, ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে শেষ আন্তর্জাতিক শতরান হাঁকিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
Published at : 11 Mar 2022 11:54 PM (IST)