Shreyas Iyer Record: গোটা সিরিজে অপরাজিত! চোখধাঁধানো পারফরম্যান্স নাইট-নেতার
একটাই সিরিজে ২০৪ রান। এবং সেটাও একবারও আউট না হয়ে। ভারত-শ্রীলঙ্কা (Ind vs SL) টি-টোয়েন্টি সিরিজে রেকর্ড গড়ে ফেললেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরপর তিন টি-টোয়েন্টি ম্যাচে হাফসেঞ্চুরি করলেন মুম্বইয়ের তারকা। শ্রীলঙ্কাকে ৩-০ হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি সিরিজ জিতল রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া।
আর দলের জয়ে নায়ক শ্রেয়স। ৪৫ বলে অপরাজিত ৭৩ রান করলেন কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক। ম্যাচের পাশাপাশি সিরিজেরও সেরা হলেন।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল ১৪৬/৫। মাত্র ৪ উইকেট হারিয়ে ১৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গেল ভারত। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচেই দুরমুশ করে দিল প্রতিপক্ষকে।
২০১৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধেই টি-টোয়েন্টি সিরিজে ২১৭ রান করেছিলেন ডেভিড ওয়ার্নার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেটাই সর্বোচ্চ ব্যক্তিগত রানের নজির।
তাঁর ঠিক পরেই দু'নম্বরে শ্রেয়স। ভারতীয়দের মধ্যে তাঁর কীর্তিই সেরা।
এই সিরিজে তিন ইনিংসে শ্রেয়সের রান যথাক্রমে ৫৭, ৭৪ ও ৭৩। তিনবারই অপরাজিত ছিলেন তিনি।
সিরিজে ১৭৪.৩৫ স্ট্রাইক রেট রেখে রান করেছেন শ্রেয়স। ২০১৯ সালে ওয়ার্নারের স্ট্রাইক রেট ছিল ১৪৭.৬১।
সিরিজে তিন ইনিংসে ২০টি চার ও ৭টি বিশাল ছক্কা মেরেছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক।
ভারতীয়দের মধ্যে কোনও দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান করার নজির এতদিন ছিল কে এল রাহুলের। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচে ১১০ রান করেছিলেন রাহুল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -